X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

মেডিক্যালের চারতলার টয়লেট থেকে আসামির পলায়ন, দুই পুলিশ বরখাস্ত

বরিশাল প্রতিনিধি
২৬ মার্চ ২০১৯, ১৬:০৬আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১৬:০৬

বাবা মায়ের সঙ্গে তোলা শশীর শেষ ছবি

বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের চারতলার টয়লেটের গ্রিল ভেঙে হ্যান্ডকাপসহ দুখু মিয়া নামে শিশু অপহরণ মামলার এক আসামি পালিয়েছে। গত সোমবার রাত ২টার দিকে দুখু মিয়ে টয়লেটে গিয়ে আর ফিরে না আসায় পুলিশ ভেতরে ঢুকে দেখে সে পালিয়েছে। এ ঘটনায় পুলিশ লাইনসে’র এসআই মো.আমিনুল ইসলাম ও কনস্টেবল মো. রিয়াজুলকে সাময়িক বরখাস্ত করা হয়।

দুখু মিয়া নারায়াণগঞ্জের ফতুল্লা এলাকার রবিউল ইসলামের ছেলে।  

এক মাস আগে একটি শিশুকে অপহরণ করে পরিবারের কাছে ১৫ লাখ মুক্তিপণ দাবি করে। ওই মামলায় গত ৪ মার্চ নগরীর পলাশপুর বস্তি থেকে নারায়নগঞ্জের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাকে গ্রেফতার করে। ওই সময় দুখু মিয়া গলায় ব্লেডের পোচ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। তাকে সুস্থ করতে ওই ওয়ার্ডে ভর্তি করা হয়।

নাক-কান গলা বিভাগের ইনচার্জ সৈয়দুন্নেছা জানান, রাত ৩টায় দিকে ওই ওয়ার্ডের নার্স নাদিরা বেগম তাকে মোবাইলে আসামি দুখু মিয়া টয়লেটে গেছে বলে জানায়। সে দীর্ঘক্ষণ টয়লেটের ভিতরে থাকায় দায়িত্বরত পুলিশের সন্দেহ হয়। তারা দরজা খুলে ভেতরে গিয়ে দেখে সেখানকার জানালার বড় একটি গ্রিল খুলে রাখা হয়েছে আর আসামী দুখু মিয়া সেখান থেকে পালিয়ে গেছে। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে দুখু মিয়ার কোনও সন্ধান পাওয়া যায়নি।

টয়লেটের গ্রিল ভেঙে বেইরে বের হতে হলে সেখান থেকে নীচে লাফিয়ে পড়তে হবে। নয়ত বাইরের কারোর সহযোগিতা লাগবে। তবে ধারনা করা হচ্ছে ওই সময় বাহিরে কেউ অপেক্ষায় ছিল। যাদের সহযোগিতায় দুখু মিয়া ওই গ্রিল ভেঙে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ ঘটনায় মেডিক্যালে দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন কোতোয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম।

উল্লেখ্য দুখু মিয়া ফতুল্লা থেকে একটি শিশুকে অপহরণ করে। পরে তার পরিবারের কাছে প্রথমে ১৫ লাখ এবং পরবর্তীতে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে মুক্তি দেওয়ার শর্তে শিশুর পরিবার বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা দেয়। কিন্তু তারপরও মুক্তি না দেওয়ায় শিশুর পরিবার গত ফেব্রুয়ারি মাসে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তের দায়িত্ব পায় পিবিআই। গোপন সংবাদের ভিত্তিতে পিবিআই দুখু মিয়াকে নগরীর পলাশপুর ৮ নম্বর গুচ্ছগ্রাম থেকে গ্রেফতার করে। তবে অপহৃত শিশুটি এখন পর্যন্ত উদ্ধার হয়নি।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৯ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৯ মে, ২০২৪)
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?