X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

মেডিক্যালের চারতলার টয়লেট থেকে আসামির পলায়ন, দুই পুলিশ বরখাস্ত

বরিশাল প্রতিনিধি
২৬ মার্চ ২০১৯, ১৬:০৬আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১৬:০৬

বাবা মায়ের সঙ্গে তোলা শশীর শেষ ছবি

বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের চারতলার টয়লেটের গ্রিল ভেঙে হ্যান্ডকাপসহ দুখু মিয়া নামে শিশু অপহরণ মামলার এক আসামি পালিয়েছে। গত সোমবার রাত ২টার দিকে দুখু মিয়ে টয়লেটে গিয়ে আর ফিরে না আসায় পুলিশ ভেতরে ঢুকে দেখে সে পালিয়েছে। এ ঘটনায় পুলিশ লাইনসে’র এসআই মো.আমিনুল ইসলাম ও কনস্টেবল মো. রিয়াজুলকে সাময়িক বরখাস্ত করা হয়।

দুখু মিয়া নারায়াণগঞ্জের ফতুল্লা এলাকার রবিউল ইসলামের ছেলে।  

এক মাস আগে একটি শিশুকে অপহরণ করে পরিবারের কাছে ১৫ লাখ মুক্তিপণ দাবি করে। ওই মামলায় গত ৪ মার্চ নগরীর পলাশপুর বস্তি থেকে নারায়নগঞ্জের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাকে গ্রেফতার করে। ওই সময় দুখু মিয়া গলায় ব্লেডের পোচ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। তাকে সুস্থ করতে ওই ওয়ার্ডে ভর্তি করা হয়।

নাক-কান গলা বিভাগের ইনচার্জ সৈয়দুন্নেছা জানান, রাত ৩টায় দিকে ওই ওয়ার্ডের নার্স নাদিরা বেগম তাকে মোবাইলে আসামি দুখু মিয়া টয়লেটে গেছে বলে জানায়। সে দীর্ঘক্ষণ টয়লেটের ভিতরে থাকায় দায়িত্বরত পুলিশের সন্দেহ হয়। তারা দরজা খুলে ভেতরে গিয়ে দেখে সেখানকার জানালার বড় একটি গ্রিল খুলে রাখা হয়েছে আর আসামী দুখু মিয়া সেখান থেকে পালিয়ে গেছে। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে দুখু মিয়ার কোনও সন্ধান পাওয়া যায়নি।

টয়লেটের গ্রিল ভেঙে বেইরে বের হতে হলে সেখান থেকে নীচে লাফিয়ে পড়তে হবে। নয়ত বাইরের কারোর সহযোগিতা লাগবে। তবে ধারনা করা হচ্ছে ওই সময় বাহিরে কেউ অপেক্ষায় ছিল। যাদের সহযোগিতায় দুখু মিয়া ওই গ্রিল ভেঙে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ ঘটনায় মেডিক্যালে দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন কোতোয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম।

উল্লেখ্য দুখু মিয়া ফতুল্লা থেকে একটি শিশুকে অপহরণ করে। পরে তার পরিবারের কাছে প্রথমে ১৫ লাখ এবং পরবর্তীতে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে মুক্তি দেওয়ার শর্তে শিশুর পরিবার বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা দেয়। কিন্তু তারপরও মুক্তি না দেওয়ায় শিশুর পরিবার গত ফেব্রুয়ারি মাসে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তের দায়িত্ব পায় পিবিআই। গোপন সংবাদের ভিত্তিতে পিবিআই দুখু মিয়াকে নগরীর পলাশপুর ৮ নম্বর গুচ্ছগ্রাম থেকে গ্রেফতার করে। তবে অপহৃত শিশুটি এখন পর্যন্ত উদ্ধার হয়নি।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ, হাসনাত বললেন ‘প্রত‍্যাশিত নয়’
উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ, হাসনাত বললেন ‘প্রত‍্যাশিত নয়’
৯ মাসে বৈদেশিক সহায়তা এলো কতটুকু
৯ মাসে বৈদেশিক সহায়তা এলো কতটুকু
দেশীয় অস্ত্রসহ ‘লও ঠেলা’ গ্যাংয়ের ৯ সদস্য গ্রেফতার
দেশীয় অস্ত্রসহ ‘লও ঠেলা’ গ্যাংয়ের ৯ সদস্য গ্রেফতার
জাতিসংঘ শান্তিরক্ষী কার্যক্রমের সক্ষমতা বাড়াতে বাংলাদেশের প্রতিশ্রুতি
জাতিসংঘ শান্তিরক্ষী কার্যক্রমের সক্ষমতা বাড়াতে বাংলাদেশের প্রতিশ্রুতি
সর্বাধিক পঠিত
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ