X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

মিন্নির আইনজীবীকে আইনি সহায়তা দেবে আইন ও শালিস কেন্দ্র

বরগুনা প্রতিনিধি
২০ জুলাই ২০১৯, ২১:২০আপডেট : ২০ জুলাই ২০১৯, ২১:৩৫

প্রেসক্লাবে আসকের প্রতিনিধি দল (ছবি– প্রতিনিধি)

বরগুনায় রিফাত শরীফকে হত্যার মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির আইনজীবীকে আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। শনিবার (২০ জুলাই) বিকালে ঢাকা থেকে মিন্নির বাড়িতে যায় আসকের একটি প্রতিনিধি দল। তারা মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোরসহ অন্যদের সঙ্গে কথা বলে ওই আশ্বাস দেয়।

বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে বরগুনা জেলা প্রেসক্লাবে এসে এসব তথ্য জানান আসকের জ্যেষ্ঠ সমন্বকারী আবু আহমেদ ফয়জুল কবীর। আবু আহমেদ ফয়জুল কবীরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন অ্যাড. আবদুর রশিদ, অ্যাড. মিজানুর রহমান, তদন্ত কর্মকর্তা হাসিবুর রহমান।

আবু আহমেদ ফয়জুল কবীর বলেন, ‘রিমান্ডের দিন মিন্নির পক্ষে কোনও আইনজীবী দাঁড়ায়নি; এ ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র উদ্বিগ্ন ছিল। গত বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকালে আমরা মিন্নির বাড়িতে গিয়েছি এবং শুনতে পেয়েছি, মিন্নির পক্ষে তারা একজন আইনজীবী নিয়োগ করেছেন। আমরা সেই আইনজীবীর সঙ্গেও কথা বলেছি; তাকে আমরা আইনি সহায়তা দেবো।’

তিনি আরও বলেন, ‘আমরা দুইজন আইনজীবী নিয়ে এসেছিলাম। যেহেতু বরগুনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মাহবুবুল বারী আসলাম মিন্নিকে আইনি সহায়তা দেবেন, সেহেতু আমরা শুধু মাহবুবুল বারী আসলামকে সহযোগিতা করবো। আইনগতভাবে মিন্নির পরিবারের পাশে আমরা থাকবো। কারণ প্রতিটি মানুষেরই আইনগত সহায়তা পাওয়ার অধিকার রয়েছে।’

আরও পড়ুন-
মিন্নির আইনজীবী হলেন অ্যাডভোকেট আসলাম

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার সবুজ সংকেত পেয়েছেন শামিত
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার সবুজ সংকেত পেয়েছেন শামিত
রাগ করে ঘর থেকে বের হওয়া কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩ 
রাগ করে ঘর থেকে বের হওয়া কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩ 
প্রধান শিক্ষককে পেটানো সেই ছাত্রের জামিন হয়নি
প্রধান শিক্ষককে পেটানো সেই ছাত্রের জামিন হয়নি
বাংলাদেশ জাস্ট ট্রানজিশন অ্যাকাডেমির যাত্রা
বাংলাদেশ জাস্ট ট্রানজিশন অ্যাকাডেমির যাত্রা
সর্বাধিক পঠিত
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ