X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

‘আমরা কোনও ক্যাডার চাই না’

পিরোজপুর প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৬

পিরোজপুরে এক সুধীসমাবেশে বক্তব্য দেন শ ম রেজাউল করিম সন্ত্রাসী-দুর্নীতিবাজ-চাঁদাবাজদের দলে কোনও স্থান নেই বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, ‘আমরা দলে কোনও ক্যাডার চাই না। রাজনীতি কোনও ব্যবসা নয়। দল করবেন, দলীয় সিদ্ধান্ত মানবেন না—তা হবে না। দলের সিদ্ধান্ত মেনেই দলীয় কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখতে হবে।’

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরের স্বরূপকাঠী ফেরিঘাট চত্বরে আয়োজিত সুধীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সন্ধ্যা নদীতে ফেরি সার্ভিসের উদ্বোধন উপলক্ষে ওই সমাবেশের আয়োজন করা হয়।

শ ম রেজাউল করিম বলেন, ‘যোগাযোগ ব্যবস্থাসহ দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগাযোগ ব্যবস্থার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে সারাদেশে যোগাযোগের মেলবন্ধন সৃষ্টি করছেন। একজন সেবক হিসেবে পিরোজপুর জেলাকে মডেল জেলা হিসেবে গড়তে চাই। রাজনৈতিক ও দলগত ক্ষেত্রে মতপার্থক্য থাকতে পারে; তবে উন্নয়নের স্বার্থে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।’

স্বরূপকাঠী উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পিরোজপুরের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম ফুয়াদ প্রমুখ। এ সময় পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, সাবেক সচিব এম শামসুল হক, জেলা পৌর মেয়র মো. গোলাম কবির উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের কুহুদাসকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও পরে পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি বিএম কলেজের একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ