X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বুধবারের বৈঠকে সমস্যা সমাধানের আশা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির

বরিশাল প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫৪আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫৯


বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যসহ সিনিয়র শিক্ষকদের সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সভায় সমস্যা সমাধানে বুধবার (২৪ ফেব্রুয়ারি) জেলা ও মেট্রোপলিটন পুলিশ প্রশাসন, বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, রূপাতলী হাউজিং সোসাইটি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থী প্রতিনিধিদের সভার সিদ্ধান্ত হয়।

সভা থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। এর মাধ্যমে একটি চলমান সমস্যার সমাধান হবে বলে আশা উপাচার্যের।

তবে শিক্ষার্থীরা তাদের ওপর চিহ্নিত হামলাকারীদের গ্রেফতার এবং শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানসহ তিন দফা দাবিতে অটল রয়েছেন।

এর প্রেক্ষিতে উপাচার্য সংশ্লিস্ট সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নেন বলে জানা গেছে। তবে আলোচনা ফলপ্রসু না হলে ফের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষার্থী প্রতিনিধিরা।

এদিকে হল খুলে দেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের নিচে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা তাদের দাবি থেকে সরে এসেছেন। আজ তাদের কোথাও দেখা যায়নি। শিক্ষার্থী নির্যাতনকারীদের গ্রেফতারের দাবিতে চলমান আন্দোলনের সঙ্গে হল খুলে দেওয়া আন্দোলনের কোন সম্পর্ক নেই বলে দাবি শিক্ষার্থীদের।

প্রসঙ্গত গত ১৬ ফেব্রুয়ারি গভীর রাতে নগরীর রূপাতলী হাউজিংয়ের বিভিন্ন মেসে ঢুকে বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থীকে নির্যাতন করে দুর্বৃত্তরা। এ ঘটনায় হামলকারীদের গ্রেফতারের দাবিতে ওই রাত থেকেই আন্দোলন শুরু করে। সর্বশেষ ২০ ফেব্রুয়ারি দিনভর বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। পরদিন ২১ ও ২২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে মহাসড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করে। চরমোনাই মাহফিলের জন্য ২৩ ফেব্রুয়ারি থেকে ফের অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়। অন্যদিকে পরিবহন মালিক-শ্রমিকরাও চরমোনাইয়ের মাহফিল উপলক্ষে তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন।


আরও পড়ুন:

জাবি-ইবিতে অসন্তোষ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন স্থগিত

হামলাকারীদের গ্রেফতারের দাবিতে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী