X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

শত্রুতার বিষে মরলো মাছ  

ভোলা প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২১, ২৩:২৭আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ২৩:২৭

ভোলার দৌলতখান উপজেলায় মো. ফারুক নামে এক ব্যবসায়ির লিজ নিয়ে চাষ করা পুকুরে সোমবার (১২ এপ্রিল) রাতের আঁধারে বিষ দিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে দেড় লাখ টাকার মাছ মরে গেছে বলে তিনি দাবি করেন। উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যজয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ভুক্তভোগী ফারুক সন্দেহভাজন চার প্রতিবেশীকে অভিযুক্ত করে দৌলতখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন একই এলাকার কাঞ্চনের ছেলে সামছুদ্দিন, আজিজলের ছেলে ছাদেক, তোফাজ্জলের ছেলে রাসেল ও মিলন।

অভিযোগের ভিত্তিতে দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিষ প্রয়োগে মাছ নিধন ফারুক জানান, প্রতিবেশী সামছুদ্দিনসহ চার-পাঁচ জন সোমবার সন্ধ্যার পর আমার বাড়িতে এসে ছেলে পাভেল কোথায় আছে তা আমার স্ত্রীর কাছে জানতে চায়। আমার ছেলেকে তারা না পেয়ে পুকুর পাড়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করে। সকালে ঘুম থেকে উঠে পুকুর পাড়ে গিয়ে দেখি সব মাছ মরে ভেসে আছে। ফারুকের দাবি, বিষ প্রয়োগে তার পুকুরের দেড় লাখ টাকার মাছ মেরে ফেলা হয়েছে। পুকুর পাড়ে দৃর্বৃত্তদের দেওয়া বিষের খালি একটি বোতলও পাওয়া গেছে।

এ ব্যাপারে অভিযুক্ত সামসুদ্দিন বলেন, ‘আমি গত তিন দিন ধরে ভোলা সদরের বালিয়া গ্রামে আমার ভাইয়ের বাড়িতে ছিলাম। আজ (মঙ্গলবার) সকাল দশটায় বাড়ি ফিরেছি।’

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
কৃষিজমিতে কাজ করতে গিয়ে ঘুরে পড়ে আ.লীগ নেতার মৃত্যু
কৃষিজমিতে কাজ করতে গিয়ে ঘুরে পড়ে আ.লীগ নেতার মৃত্যু
মাঠে ফিরেই হাল্যান্ডের গোলে জিতলো ম্যানসিটি
মাঠে ফিরেই হাল্যান্ডের গোলে জিতলো ম্যানসিটি
জাতীয় দল রেখে ঢাকা লিগে সাকিবের খেলার ব্যাখ্যা দিলেন নির্বাচক
জাতীয় দল রেখে ঢাকা লিগে সাকিবের খেলার ব্যাখ্যা দিলেন নির্বাচক
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক