X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সিগারেট চুরির অভিযোগে যুবককে গাছে বেঁধে নির্যাতন

বরিশাল প্রতিনিধি
৩১ জুলাই ২০২১, ১৭:২৭আপডেট : ৩১ জুলাই ২০২১, ১৯:৪১

বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বন্দরে দুই প্যাকেট সিগারেট চুরির অভিযোগে যুবককে গাছে বেঁধে মারধর করেছেন আব্দুস সালাম সরদার নামের এক ব্যবসায়ী। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও গ্রাম ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
 
শনিবার (৩১ জুলাই) দুপুরে নির্যাতনের একটি ভিডিও এক স্থানীয় সংবাদকর্মী নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। পরে ভিডিও দেখে বিকাল ৪টায় ‍আব্দুস সালামকে ‍আটক করে পুলিশ। ভুক্তভোগী যুবকের বাড়ি বড় জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে।

স্থানীয়রা জানান, ব্যবসায়ী সালামের দোকান থেকে দুই প্যাকেট সিগারেট চুরি হয়ে যায়। সালামের দাবি, ওই যুবক চুরি করেছেন। এ কারণে শনিবার সকাল ৯টার দিকে তাকে বাড়ি থেকে ডেকে এনে বাজার সংলগ্ন এলাকার একটি গাছে বেঁধে ফেলেন তিনি। এরপর লাঠি নিয়ে ওই যুবককে মারধর করেন। 

ভুক্তভোগী যুবকের স্ত্রী বলেন, ‘আব্দুস সালাম তাকে বাড়ি থেকে নিয়ে যান। বাজারে যাওয়ার পর তাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন সালাম। খবর পেয়ে তাকে ছাড়াতে গেলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। পরে আমার স্বামীকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং আগামী সাত দিনের মধ্যে গ্রাম ছাড়ার হুমকি দিয়ে ছেড়ে দেন সালাম।’

তিনি আরও বলেন, ‘সে যদি চুরি করে তাকে পুলিশে দিতে পারতেন। কিন্তু তিনি তা না করে উল্টো আমার স্বামীকে গাছে বেঁধে মারধর করেছেন। আমি এর বিচার চাই।’

অভিযুক্ত ব্যবসায়ী আব্দুল সালাম বলেন, ‘আমার দোকান থেকে দুই প্যাকেট সিগারেট চুরি করেছে সে। চুরি করে তা আবার অস্বীকার করায় ক্ষুব্ধ হয়ে গাছের সঙ্গে বেঁধেছি। তবে তাকে কোনও আঘাত করা হয়নি।’

এ ব্যাপারে হিজলা থানার পরিদর্শক (তদন্ত) তারিক হাসান বলেন, অভিযুক্ত ব্যবসায়ী ‍আব্দুস সালাম সরদারকে ‍আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়‍া চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত
মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি