X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

‘শেখ হাসিনা এখন আর মৃত্যুকে ভয় করেন না’

পিরোজপুর প্রতিনিধি
২১ আগস্ট ২০২১, ২০:০৩আপডেট : ২১ আগস্ট ২০২১, ২০:০৩

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের জন্যই মহান আল্লাহ তায়ালা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন।’

শনিবার (২১ আগস্ট) পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘৭১ সালে পাকবাহিনীর হত্যাযজ্ঞ, ৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনককে সপরিবারে হত্যা, ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা একই ধারাবাহিকতা। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা বিনির্মাণকে বাধাগ্রস্ত করতে স্বাধীনতাবিরোধী চক্র বারবার শেখ হাসিনাকে হত্যাচেষ্টা চালিয়েছে। আল্লাহর অশেষ কৃপায় শেখ হাসিনা প্রতিবারই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। সেসব ষড়যন্ত্রকারীরা থেমে নেই, তারা এখনও দেশে এবং দেশের বাইরে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এদের মোকাবিলায় সব ভেদাভেদ ভুলে মুজিব আদর্শের সৈনিকদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। শেখ হাসিনা এখন আর মৃত্যুকে ভয় করেন না। পিতার স্বপ্নের সোনার বাংলা গড়াই এখন তার লক্ষ্য।’

শ ম রেজাউল করিম ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশে  বলেন, ‘বাংলাদেশে নেতা একজনই, তিনি শেখ হাসিনা। আমরা সবাই কর্মী। সুতরাং যার যার জায়গা থেকে দেশের জন্য কাজ করুন। মনে রাখবেন, দেশের উন্নয়নে ও মানুষকে বাঁচানোর লক্ষ্যে ঐক্যের বিকল্প নেই।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম সিকদারের সঞ্চালনায় সভায় আরও বক্তৃতা দেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ, অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ, যুগ্ম সম্পাদক এস এম মুইদুল ইসলাম, প্রচার সম্পাদক শওকত আকবর, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী সাইফুদ্দিন তৈমুর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াৎ হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য কামরুজ্জামান খান শামিম, পিরোজপুর জেলা পূজা পরিষদের সম্পাদক গোপাল বসু, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জিয়াউল আহসান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক, জেলা কৃষক লীগের সম্পাদক অ্যাড. দিলীপ পাইক, জেলা পরিষদ সদস্য জাকারিয়া খান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার, উপজেলা যুবলীগ নেতা শাহ মো. নাসির উদ্দিন প্রমুখ। সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম।

/এফআর/
সম্পর্কিত
আদালত অবমাননাট্রাইব্যুনালে শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড
শেখ হাসিনাসহ ২৩ জনকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ তিন জনের পক্ষে শুনানি ৭ জুলাই
সর্বশেষ খবর
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
জুলাই সনদ নিয়ে সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: শিশির
জুলাই সনদ নিয়ে সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: শিশির
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
পুলিশের গাড়ি থেকে বিএনপি প্রার্থীর পক্ষে ক্যাপ বিতরণ
পুলিশের গাড়ি থেকে বিএনপি প্রার্থীর পক্ষে ক্যাপ বিতরণ