X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সৈকতে ভেসে এলো আরও এক মৃত ডলফিন

পটুয়াখালী প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৬আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৬

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের তীরে আরও একটি সাত ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন ভেসে এসেছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে পাঁচ কিলোমিটার পূর্বে দ্বিতীয় ঝাউবন এলাকায় ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা। পরে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডারকে খবর দেয়।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর তেঁতুলিয়া নদীর বাউফল তীরে একটি মৃত ডলফিন ভেসে এসেছিল। এটার দৈর্ঘ্য ছিল প্রায় আট ফুট । এ নিয়ে চলতি বছরে ২৩টি মৃত ডলফিন পটুয়াখালীর উপকূলে ভেসে আসলো। 

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কে এম বাচ্চু জানান, আজকে ঝাউবন এলাকায় একটি মৃত্যু ডলফিন ভেসে এসেছে। দেখে মনে হচ্ছে, এটা আট থেকে ১০ দিন আগে মৃত্যু হয়েছে। ডলফিনটির ময়নাতদন্ত করে মৃত্যুর কারণ বের করতে হবে।

ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, কুয়াকাটা সৈকত ও তার আশেপাশে এ নিয়ে চলতি বছরে মোট ২২টি মৃত ডলফিন এলো। এ নিয়ে বন বিভাগ ও মৎস্য কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করা হয়েছে। ডলফিনগুলো কী কারণে মারা যাচ্ছে, তার সঠিক কারণ বের করার আশ্বাস দিয়েছেন তারা। এগুলোকে সংরক্ষণের কথাও জানিয়েছেন।

পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. তারিকুল ইসলাম বলেন, মৃত ডলফিন ভেসে আসার খবর পেয়ে কুয়াকাটা রেঞ্জের দায়িত্বে থাকা কর্মকর্তাকে সেখানে পাঠানো হয়েছে। এটার ময়নাতদন্তের জন্য কিছু অংশ রেখে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে। 

/এসএইচ/
সম্পর্কিত
কুয়াকাটা সৈকতে ভেসে আসছে অসংখ্য জেলিফিশ
বেড়িবাঁধ সংস্কারে বন উজাড়, ঝুঁকিতে উপকূল
কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫ ফুট লম্বা মৃত ডলফিন
সর্বশেষ খবর
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
ফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
বহুতল ভবনের সংজ্ঞাফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়