X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সাপুড়ের বাড়িতে মিললো ২৫ 'পদ্ম গোখরা' 

পটুয়াখালী প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২১, ০৯:৫১আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ০৯:৫১

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার নেতা গ্রামের পেশাদার সাপুড়ে মো. নুরু মিয়ার বাড়ি থেকে ২৫টি বিষধর 'পদ্ম গোখরা' সাপ উদ্ধার করা হয়। বুধবার (১৩ অক্টোবর) বিকালে সাপগুলো রাঙ্গাবালী উপজেলার গহীনখালী বন বিভাগের বাগানে অবমুক্ত করা হয়। 

রাঙ্গাবালী রেঞ্জ-সহকারী ও বিট কর্মকর্তা মোহাম্মদ শোয়েব খান বলেন, একটি পশুপ্রেমি সংগঠন 'এনিম্যাল লাভারস অফ পটুয়াখালী'র সদস্য আহমেদ রুমান আমাদেরকে জানান যে রাঙ্গাবালী সদর ইউনিয়নের নেতা গ্রামের মো. নুরু মিয়ার বাড়িতে অনেকগুলো সাপ আটকে রাখা হয়েছে। পরে মঙ্গলবার দুপুরে ওই বাড়িতে অভিযান চালিয়ে সাপগুলো উদ্ধার করা হয়। বুধবার গহীনখালী বনে সাপগুলো অবমুক্ত করা হয়। এ সময় সাপুড়ে নুরু মিয়াসহ এলাকার অনেক মানুষ উপস্থিত ছিল। 

পশুপ্রেমি সংগঠন 'এনিম্যাল লাভারস অফ পটুয়াখালী'র সদস্য আহমেদ রুমান বলেন, রাঙ্গাবালী উপজেলার নেতা গ্রামের পেশাদার সাপুড়ে নুরু মিয়া অনেকদিন ধরে উপজেলার বিভিন্ন জায়গা থেকে বিষধর সাপ ধরে তার বাড়িতে নিয়ে আসেন। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওই সাপগুল তিনি বিক্রি করবেন। পরে বন বিভাগের লোকদের নিয়ে ওই সাপুড়ের বাড়ি থেকে ২৫টি বিষধর 'পদ্ম গোখরা' সাপ উদ্ধার করেছি। এদের মধ্যে দুটি সাপ বড় আর ২৩টি ছোট। এ সময় সাপুড়ে নুরু মিয়াকে  বণ্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন -১২ সম্পর্কে বোঝানো হলে তিনি নিজ কাজের জন্য ক্ষমা চেয়েছেন। 

সাপুড়ে নুরু মিয়া বলেন, আমি ২৫ বছর পর্যন্ত দেশের বিভিন্ন জায়গা থেকে বিষধর সাপ ধরেছি। এই সাপ নিয়ে বিভিন্ন বাজারে খেলা দেখিয়ে যা আয় হয় তা দিয়ে আমার সংসার চলে। আমি অশিক্ষিত মানুষ, সাপ ধরা যে অপরাধ তা জানতাম না। 

তিনি আরও বলেন, ৯ দিন আগে একটি সাপ ধরতে গিয়ে ওই সাপের মুখ থেকে বিষ ছিটে আমার ডান চোখে লাগে যায়। এতে আমার ওই চোখে তেমন দেখতে পাই না। ঢাকায় ডাক্তার দেখাচ্ছি, ২৫ তারিখে আবার যেতে বলছে ভালো হয় কিনা জানি না। আগে তো সাপের খেলা দেখিয়ে সংসার চালাতাম এখন আমার সংসার কীভাবে চলবে তাই নিয়ে চিন্তায় আছি। বন বিভাগ যদি সাহায্য- সহযোগিতা করে, আমি তাদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। মানুষের বাড়ি-ঘর থেকে সাপ ধরে বনে অবমুক্ত করবো। 

বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সাপ সংরক্ষণ সম্পর্কে আগামী মাসের ১০ তারিখে প্রশিক্ষণ দেওয়া হবে। এর আগে সংগঠনের সদস্যদের ঢাকায় নিয়ে বন্যপ্রাণী সংরক্ষণ সম্পর্কে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরই ফলে তারা বিভিন্ন জায়গা থেকে বন্দি পশু-পাখি অবমুক্ত করছেন।

যারা পেশাদার সাপুড়ে ও পাখি শিকরি তারা এই পেশা বন্ধ করে দিলে বন বিভাগ থেকে কোন সাহায্য- সহযোগিতা করা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বন বিভাগ থেকে এরকম সাহায্য করার মতো কোনও ব্যবস্থা নেই। তবে যারা বনের ওপর নির্ভরশীল তাদের বিকল্প পেশার জন্য ঋণের ব্যবস্থা আছে বলে জানান তিনি। 

 

/টিটি/
সম্পর্কিত
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
এক জনপদজুড়ে শুধুই আক্ষেপের গল্প
এক গ্রামে অর্ধশতাধিক পাখির মৃত্যু
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন