X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

পার্কের পাশে বোমা তৈরিকালে বিস্ফোরণ, পুলিশের মামলা

বরিশাল প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২১, ২০:২৭আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ২০:২৭

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের দক্ষিণ মাদ্রা ফারিহা পার্কের পরিত্যক্ত টিনের ঘরের মধ্যে বোমা তৈরিকালে বিস্ফোরণের ঘটনায় মামলা করেছে পুলিশ। রবিবার (৫ ডিসেম্বর) দুপুরে গৌরনদী থানার এসআই ইমাম হোসেন বাদী হয়ে নামধারী ১০ এবং অজ্ঞাত চার জনকে আসামি মামলাটি করেন।

এ ঘটনায় আটক ওই পার্কের পরিচ্ছন্নতাকর্মী আব্দুর রহমান মীরকে গ্রেফতার দেখিয়ে ‍আজ বিকালে বরিশালের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক মহিবুল হাসান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, শুক্রবার গভীর রাতে দক্ষিণ মাদ্রা ফারিয়া পার্কের একটি পরিত্যক্ত টিনের ঘরে বোমা তৈরিকালে তা বিস্ফোরিত হলে গোটা এলাকা কেঁপে ওঠে। এ ঘটনায় শনিবার বিকালে ওই পার্কের পরিচ্ছন্নতাকর্মী আব্দুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে আলামত হিসেবে বিস্ফোরিত বোমার মার্বেল, ছোট কয়েকটি লোহা, কসটেপ ও জর্দার কৌটার মাথার অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে তাদের নাম প্রকাশ করেননি ওসি।

পার্কঘেঁষা বাড়ির বাসিন্দা নাছিমা বেগম জানান, তার বড় ভাই হারুন হাওলাদার ঢাকায় যাওয়ার কথা বলে গত বুধবার বিকালে বাড়ি থেকে বের হন। বোমায় তার বড় ভাই হারুন হাওলাদারের দুই হাতের কনুই পর্যন্ত উড়ে গেছে এবং মুখমণ্ডল ঝলসে গেছে। আহত অবস্থায় হারুনকে তিনি (নাছিমা) দেখেছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় নিয়ে গোপনে চিকিৎসা করানো হচ্ছে।

নাছিমা আরও জানান, তাকে শনিবার দুপুর সোয়া ২টার দিকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। বাদ মাগরিব বাড়ি পাঠিয়ে দেয় পুলিশ। সে যা দেখেছে তাই পুলিশের কাছে বলেছেন।

স্থানীয়রা জানান, ফারিয়া পার্কের একটি পরিত্যক্ত টিনের ঘরে হারুন, রায়হান, কাওছার বামা তৈরি করছিলেন। বোমা তৈরিকালে তা বিস্ফোরিত হলে গোটা এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। এতে করে এলাকাবাসীর মাঝে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে পার্কের ওই পরিত্যক্ত টিনের ঘরের ব্যাপক ক্ষতি হয়। ঘটনাস্থল যাতে শনাক্ত না হয় এ জন্য ঘটনার সঙ্গে জড়িতরা তাৎক্ষণিক ঘর ধুয়ে মুছে মেঝেতে বালুর প্রলেপ দিয়ে রাখে। আহতরা গোপনে চিকিৎসা নিচ্ছে।

ওই পার্কের মালিক হচ্ছেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সীর। তিনি বলেন, ‘কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমার জানা নেই। আশা করছি, পুলিশের তদন্তে সব বেরিয়ে আসবে।’

/এফআর/
সম্পর্কিত
ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, এপিবিএন সদস্যসহ গ্রেফতার ৭
গাইবান্ধায় গৃহবধূ হত্যা মামলায় পলাতক ৫ আসামি গ্রেফতার
আলোচিত ‘অপারেশন ঈগল হান্টের’ ঘটনায় সাবেক এসপি আসাদুজ্জামান রিমান্ডে
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি