X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘শিক্ষা দিতে’ শিক্ষার্থীর মাথা ন্যাড়া করলেন মেম্বার!

পটুয়াখালী প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১০:২৪

পটুয়াখালীর দুমকিতে মোবাইলফোন চুরির অভিযোগে স্কুল শিক্ষার্থীর মাথা ন্যাড়া করে দিয়েছেন এক ইউপি সদস্য। মঙ্গলবার (৮ জানুয়ারি) উপজেলার পাঙ্গাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীর মাথা ন্যাড়া করার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তোলপাড়। 

অভিযুক্ত জনপ্রতিনিধি পাঙ্গাশিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি সদস্য) মো. রানা। তিনি বলেন, ‘শিক্ষা দেওয়ার জন্য তার (শিক্ষার্থী) মাথার চুল কেটে দেওয়া হয়েছে।’

ভুক্তভোগী শিক্ষার্থীর মা বলেন, মঙ্গলবার সকালে স্কুল বন্ধ থাকায় আমার বড় ছেলে কাজ করার জন্য ছোটভাইকেও নিয়ে যায়। কিছুক্ষণ পর আমাকে ফোন দিয়ে বলা হয় ছোট ছেলে মাদ্রাসার হাফেজ ওলিউল্লাহ হুজুরের মোবাইলফোন চুরি করেছে। এ সময় মাদ্রাসার কিছু শিক্ষার্থী ও রানা মেম্বারের লোকজন তাকে মারধর করে। মোবাইলফোন যদি আমার ছেলে চুরি করতো, তবে সে তা নিয়ে চলে আসতো। কিন্তু মোবাইলফোন পরে উদ্ধার হয়েছে বলে জানান তিনি। 

তিনি দাবি করেন, আমার ছেলে কোনও মোবাইলফোন চুরি করেনি। কিন্তু রানা মেম্বারের লোকজন চুরির অপবাদ দিয়ে আমার ছেলের মাথা ন্যাড়া করে দিয়েছে এবং ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে, আমি এর বিচার চাই। 

ভুক্তভোগী শিক্ষার্থী বলে, সকালে বড় ভাইয়ের সঙ্গে পাঙ্গাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসায় কাজে গেলে মিস্ত্রি জানায় কাজ হবে না। পরে ওই জায়গা থেকে আসার সময় শুনি হুজুরের মোবাইলফোন চুরি হয়েছে। তারপর মাদ্রাসার হুজুর ও স্থানীয় লোকজন আমাকে সন্দেহ করে মারধর করে। পরে তারা আমাকে ন্যাড়া করে দেয়। রানা মেম্বার, রিপন মুন্সিসহ আরও অনেকে এ কাজে যুক্ত ছিল।

পাঙ্গাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসার হাফেজ ওলিউল্লাহ বলেন, ওই শিক্ষার্থী তার ভাইয়ের সঙ্গে মাদ্রাসায় কাজ করতে আসে। কিছুক্ষণ পর বেঞ্চের ওপরে থাকা আমার মোবাইলফোনটি পাওয়া যায়নি। তাই ওই শিক্ষার্থীকে জিজ্ঞেস করলে সে ফোন নেয়নি বলে জানায়। পরে মেম্বার রানাকে ফোন দিয়ে তার হাতে তুলে দেওয়া হয়। পরে কারা তার মাথার চুল কেটে দিয়েছে তা আমার জানা নেই। 

৮ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার রানা বলেন, ওই ছেলে এর আগেও বেশ কয়েকবার বিভিন্ন মানুষের বাসা থেকে চুরি করেছে। তাই তাকে শিক্ষা দেওয়ার জন্য মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয়েছে।

দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহাদাৎ হোসেন মাসুদ জানান, ওই শিক্ষার্থীর সঙ্গে যা হয়েছে সেটা অন্যায়। এ বিষয়ে আমি খোঁজ নিচ্ছি এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

/টিটি/
সম্পর্কিত
তেঁতুলের কথা বলে শিশুকে ধর্ষণ শেষে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
ফের জামিন নামঞ্জুর ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক ও তার স্ত্রীর
গৃহপরিচারিকার মৃত্যু: সাংবাদিক আশফাকুলকে অপসারণের দাবি
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা