X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

হাসপাতালের কর্মকর্তাকে ফাঁসাতে গিয়ে ধরা খেলেন ৩ কর্মচারী

পটুয়াখালী প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২২, ১০:০১আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১০:০১

ইয়াবা দিয়ে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের হিসাবরক্ষক হাসানুজ্জামনকে ফাঁসাতে গিয়ে ধরা খেলেন ষড়যন্ত্রকারী তিন কর্মচারী। এ ঘটনায় অনুসন্ধান ও তদন্তে ওই তিন কর্মচারীর সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করে বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার কর্মচারীরা হলেন- পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের আউটসোর্সিংয়ে কর্মরত পরিচ্ছন্নকর্মী মাসুম গাজী (৩০), আসাদুজ্জামান তুহিন (২৪) ও মেহেদী হাসান শিবলী (৩১)। এই ঘটনায় ১১০ পিস ইয়াবাও জব্দ করে পুলিশ। সদর থানা পুলিশের এসআই বিপুল হালদার, আনোয়ার হোসেন ও মান্নান এ অভিযান চালান।

ঘটনার বরাত দিয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আউটসোর্সিং পদ্ধতিতে কর্মরত মাসুম গাজী কিছু দিন আগে চাকুরিচ্যুত হয়। এরপর থেকেই হাসপাতালের হিসাবরক্ষক হাসানুজ্জামানকে ফাঁসাতে ষড়যন্ত্রে লিপ্ত হয় মাসুম গং। ষড়যন্ত্রের পরিকল্পনা অনুযায়ী অজ্ঞাত মাদক ব্যবসায়ী সবুজ নামে এক ব্যক্তির কাছ থেকে ৩০ হাজার টাকায় ১১০ পিস ইয়াবা কিনে কৌশলে হাসানুজ্জামানের অফিস কক্ষে রেখে যায়। পরে ওই চক্রের অপর সহযোগী মেহেদী হাসান শিবলী ও আসাদুজ্জামান তুহিনকে পুলিশকে জানায়।

তিনি আরও জানান, তাদের দেওয়া তথ্যমতে উল্লিখিত পুলিশের তিন এসআই হাসপাতালের হিসাবরক্ষকের অফিসকক্ষে তল্লাশি করে প্রিন্টারের টোনার বক্সের ভেতর থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করে। পরে হিসাবরক্ষককে নিয়ে থানায় এলে তথ্যদাতাদের চালচলন সন্দেহজনক মনে হলে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় ষড়যন্ত্রের বিষয়টি স্বীকার করে ওই তিন কর্মচারী। মঙ্গলবার রাতে মামলা করে বুধবার আদালতের মাধ্যমে তাদের তিন জনকে কারাগারে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের বিষয়ে জানতে চেয়েছে সরকার
চট্টগ্রামে ইয়াবাসহ শিক্ষক আটক
বাড়ি ঘেরাও করে সাবেক মেয়রকে আটক করে পুলিশে দিলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি