X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

স্কুল ছুটি দিয়ে বিয়ের অনুষ্ঠান

বরিশাল প্রতিনিধি
১০ মার্চ ২০২২, ২০:৩৫আপডেট : ১০ মার্চ ২০২২, ২০:৪৬

বরিশাল নগরীর একটি স্কুল ছুটি দিয়ে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) নগরীর আমনতগঞ্জ এলাকার মোফাজ্জেল হোসেন খান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এই আয়োজন করা হয়। শিক্ষার্থীদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন অভিভাবকরা। ওই স্কুলে মেয়ের বিয়ের আয়োজন করেন বরিশাল মৎস্য আড়তদার সমিতির কোষাধ্যক্ষ ইয়ার হোসেন সিকদার।

একাধিক অভিভাবক জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে স্কুলে যায় তাদের সন্তানরা। এরপর নির্ধারিত সময়ের আগেই বাসায় ফেরে তারা। কারণ জিজ্ঞাসা করলে জানা যায়, স্কুল ক্যাম্পাস বিয়ের জন্য সাজানো হয়েছে বলে আগেই ছুটি দিয়েছেন শিক্ষকরা।

তারা আরও জানান, একাধিক শিক্ষকের মোবাইলে কল দিয়ে জানা যায়, ম্যানেজিং কমিটির সভাপতির নির্দেশে স্কুল ছুটি দিয়ে বিয়ের আয়োজনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখানে শিক্ষকদের কিছু করার ছিল না। তাদের পক্ষ থেকে কোনও অনুমতি দেওয়া হয়নি।

একই জায়গায় থাকা মোজাম্মেল খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্চনা রানী জানান, স্কুল চলাকালে এ ধরনের আয়োজনে তাদের সমস্যায় পড়তে হয়েছে। শিক্ষার্থীদের ভালোভাবে ক্লাসও নিতে পারেননি তারা। তাছাড়া এ ধরনের একটি অনুষ্ঠান দেখে শিক্ষার্থীদের আগ্রহ ছিল মাঠের দিকেই। তারপরও শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার চেষ্টা চালিয়েছেন বলে জানান তিনি।

স্কুলের মাঠেই করা হয়েছে খাবারের আয়োজন

তিনি বলেন, ‘বিষয়টি ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুজ্জামান খান রনিকে কল করে বলা হলে তিনি জানান, মেয়ের বাবার অনুরোধে অনুমতি দিয়েছেন।’

তবে এ বিষয়ে মোফাজ্জেল হোসেন খান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদের মোবাইল নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

বিয়ের আয়োজনকারী ইয়ার হোসেন সিকদার বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমার অনুরোধে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অনুমতি দিয়েছেন। আমার মেয়েও এই স্কুলের শিক্ষার্থী ছিল। এ কারণে তার দাবির পরিপ্রেক্ষিতে সভাপতি কোনও কিছু না ভেবে অনুষ্ঠান করতে বলেন।’

এ বিষয়ে বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল লতিফ হাওলাদার বলেন, ‘স্কুল চলাকালে এ ধরনের অনুষ্ঠান করার কোনও নিয়ম নেই। আপনাদের (সাংবাদিক) মাধ্যমে বিষয়টি জানলাম। ওই স্কুলের শিক্ষকদের শোকজসহ তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
গুঞ্জন সত্যি, বিয়ে করলেন তাপসী
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
বিয়ের পর উধাও নববধূ, প্রাণ গেলো স্বামীর
সর্বশেষ খবর
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি