X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

উদ্বোধনের আগেই সেতু পার হলো বরযাত্রীর গাড়ি

পিরোজপুর প্রতিনিধি
২৭ মে ২০২২, ১৩:৩৩আপডেট : ২৭ মে ২০২২, ১৩:৩৩

পিরোজপুরের কঁচা নদীর ওপর বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কাজ এখনও শেষ হয়নি। কাজ শেষে আগামী মাসে সরকারের কাছে হস্তান্তরের কথা রয়েছে। কিন্তু এর আগেই সেতুটি দিয়ে পার হয়েছে বরযাত্রীর গাড়ির বহর।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে একটি বাস ও দুটি ব্যক্তিগত গাড়ি ৯৯৮ মিটার দীর্ঘ অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু পার হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

দুই মিনিট ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, দুটি প্রাইভেট কারের মধ্যে একটি সাজানো। গাড়িগুলো এসে কঁচা নদীর কাউখালীর বেকুটিয়া প্রান্ত থেকে পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা প্রান্তে পৌঁছায়। সেখানে সেতুর ঢালে অস্থায়ী ব্যারিকেডের কাছে গাড়িগুলো থামে। এরপর শেরওয়ানি পরিহিত একজন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যের সঙ্গে কথা বলেন। পরে কয়েকজন যুবক ব্যারিকেড সরিয়ে দিলে গাড়িগুলো পিরোজপুর শহর হয়ে খুলনার দিকে চলে যায়।

সেতু এলাকার ইউপি চেয়ারম্যান আজমীর হোসেন জানান, ৮২১ কোটি ব্যয়ে চায়না রেলওয়ে-১৭ গ্রুপ অব কোম্পানি লিমিটিডে সেতুটি নির্মাণ করছে। আগামী ৩০ জুন সেতুর নির্মাণ কাজ শেষ হবে। এরপর সেতুটি  বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করবে। বর্তমানে সেতুর দুই পারে পুলিশ ও আনসার মোতায়েন রয়েছে।  সেতুর ওপর দিয়ে শুধু নির্মাণকারী প্রতিষ্ঠান ক্রেনসহ অন্য মালামাল আনা-নেওয়া করে। বরযাত্রীর বহরে যারা সেতু দিয়ে পার হয়েছে, তারা কাজটি ঠিক করেনি।

সেতুর প্রকল্প ব্যবস্থাপক মাসুদ মাহমুদ সুমন জানান, চীনের নির্মাণ প্রতিষ্ঠান সেতুটি এখনও হস্তান্তর করেনি। উদ্বোধনের আগে সেতু ব্যবহারের বিষয়টি নির্মাণকারী প্রতিষ্ঠানের ওপর নির্ভর করবে।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন বলেন, ‘আনুষ্ঠানিক উদ্বোধনের আগে সেতু ব্যবহারের সুযোগ নেই। সেতুর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া আছে।’

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল