X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ক্যাডেটদের উচিত সমৃদ্ধ দেশ বিনির্মাণে ভূমিকা রাখা: সেনাপ্রধান

বরিশাল প্রতিনিধি
২৭ জুন ২০২২, ১৬:৩০আপডেট : ২৭ জুন ২০২২, ১৬:৩০

সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ক্যাডেটদের উচিত নিজেদের দক্ষ এবং যোগ্য করে গড়ে তোলার মধ্য দিয়ে আগামীদিনের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখা।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী যে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছেন, তারই ধারাবাহিকতায় দেশের ১২টি ক্যাডেট কলেজের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। বরিশাল ক্যাডেট কলেজের ক্যাডেট হাউস সেই উন্নয়ন পরিকল্পনার অংশ।

সোমবার (২৭ জুন) দুপুরে দক্ষিণবঙ্গের অন্যতম বিদ্যাপীঠ বরিশাল ক্যাডেট কলেজের নবনির্মিত ক্যাডেট হাউস উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। পরে কলেজ মাঠে একটি গাছের চারা রোপণ করেন।

সেনাপ্রধান বলেন, ‌‘ক্যাডেট কলেজগুলো জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে চলছে। এখানকার পাঠ শেষে ক্যাডেটরা দেশে-বিদেশে কৃতিত্বের সঙ্গে নিজের অবস্থান তৈরি করে নিচ্ছে। সামরিক-বেসামরিক প্রশাসনে প্রাক্তন ক্যাডেটদের নিষ্ঠা ও দক্ষতা ভূয়সী প্রশংসা অর্জন করেছে।’

এ সময় তার সঙ্গে ছিলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, শেখ হাসিনা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ এবং বরিশাল ক্যাডেট কলেজের অধ্যক্ষ ও কর্মকর্তারা।

বরিশাল ক্যাডেট কলেজ ক্যাম্পাসে ৪২ কোটি টাকা ব্যয়ে ছয়তলার ওপর তিনতলা তিনটি ক্যাডেট হাউস নির্মিত হয়েছে। প্রতিটি হাউসে ৬০টি করে কক্ষে ১১৬ জন করে ক্যাডেট অবস্থান করতে পারবেন। সেখানে ক্যাডেটরা পাবেন প্রশস্ত ডর্ম, বারান্দা, কমনরুম, অত্যাধুনিক ফিটিংস ওয়াশরুম, গিজার এবং ওয়াশিং মেশিনসহ অন্যান্য আবাসিক সুবিধা। ক্যাডেটের সংখ্যা বৃদ্ধি পেলে ওই ভবনগুলো ছয়তলায় রূপান্তর করা হবে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ।

/এএম/
সম্পর্কিত
সরকারের সব সংস্থার মধ্যে সহযোগিতা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ: সেনাপ্রধান
বান্দরবানে অভিযান শুরু হয়ে গেছে, জানালেন সেনাপ্রধান
দেশ স্বাধীন না হলে এত সম্মান-উন্নয়ন অর্জিত হতো না: সেনাপ্রধান
সর্বশেষ খবর
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: সতর্ক ম্যাক্রোঁর
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: সতর্ক ম্যাক্রোঁর
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা