X
বুধবার, ১০ আগস্ট ২০২২
২৬ শ্রাবণ ১৪২৯

কার্গোর ধাক্কায় ধসে পড়লো সেতু

পিরোজপুর প্রতিনিধি
০১ জুলাই ২০২২, ১৮:৫৫আপডেট : ০১ জুলাই ২০২২, ১৮:৫৫

পিরোজপুরের মঠবাড়ীয়ায় বালু বোঝাই একটি কার্গোর ধাক্কায় উপজেলার সাপলেজা-আমড়াগাছিয়া খালের ওপর নির্মিত লোহার সেতুটি ধসে পড়েছে। এতে ওই এলাকায় নৌপথের যোগাযোগ বন্ধের পাশাপাশি সাপলেজা-আমড়াগাছিয়া দুই ইউনিয়নের সড়কপথে যোগাযোগও বন্ধ রয়েছে। শুক্রবার (১ জুলাই) সকালে উপজেলার সাপলেজা বাজার সংলগ্ন বলেশ্বর নদী থেকে উঠে আসা খালে এই ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম মোল্লা জানান, বৃহস্পতিবার রাতের কোনও এক সময় মেসার্স লাকী এন্টারপ্রাইজ নামে একটি বালুবোঝাই কার্গো বলেশ্বর নদী থেকে উঠে আমড়াগাছিয়া বাজারের দিকে যাচ্ছিল। সকাল ৮টার দিকে সাপলেজা বাজারের উত্তর পাশে সাপলেজা-আমড়াগাছিয়া দুই ইউনিয়নের সংযোগ সেতুটির ওপর ধাক্কা দেয়। এতে সেতুটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে কার্গোর ওপর পড়ে। সেতুটি দ্রুত অপসারণ করা না হলে রাতে জোয়ারের চাপে কার্গোটি ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেতু ভেঙে যাওয়ায় ও কার্গোটি আটকা পড়ায় ওই খালে ও দুই ইউনিয়নের সড়ক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।

ভেঙে পড়া সেতু

সাপলেজা বাজারের ব্যবসায়ী গৌতম পাল বলেন, ঈদুল আজহা আসন্ন। এ সময় সেতু ভেঙে যাওয়ায় লোকজনের চলাচলে অনেক সমস্যা পোহাতে হবে। অনেক দূরের পথ ঘুরে লোকজনকে বাজারে আসতে হবে। একইসঙ্গে নৌপথের যোগাযোগও বন্ধ হয়ে গেছে। ধসে পড়া সেতু অপসারণ করে নৌপথ খুলে দেওয়া এবং সড়কপথের যোগাযোগের জন্য বিকল্প ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

মঠবাড়িয়া উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মোহাম্মদ জসীম বলেন, কার্গোর ধাক্কায় সেতু বিধ্বস্তের খবর পেয়েছি। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

/এফআর/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
হোয়াইটওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ?
হোয়াইটওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ?
দ্রুতযান এক্সপ্রেস থেকে নামার সময় কাটা পড়ে মৃত্যু
দ্রুতযান এক্সপ্রেস থেকে নামার সময় কাটা পড়ে মৃত্যু
এস এম সুলতানের জীবনবোধ
এস এম সুলতানের জীবনবোধ
সম্রাটের জামিন বাতিলের আদেশ আপিলে বহাল
সম্রাটের জামিন বাতিলের আদেশ আপিলে বহাল
এ বিভাগের সর্বশেষ
নারী উদ্যোক্তাকে হত্যার অভিযোগে স্বামী ও শিক্ষিকা গ্রেফতার
নারী উদ্যোক্তাকে হত্যার অভিযোগে স্বামী ও শিক্ষিকা গ্রেফতার
রাস্তায় ব্যাগভর্তি টাকা পেয়ে ফেরত দিলেন দিনমজুর
রাস্তায় ব্যাগভর্তি টাকা পেয়ে ফেরত দিলেন দিনমজুর
লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবে ২ শ্রমিক নিখোঁজ
লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবে ২ শ্রমিক নিখোঁজ
বিলের শাপলা টানছে পর্যটক, চলছে সংসার
বিলের শাপলা টানছে পর্যটক, চলছে সংসার
ভগ্ন হৃদয়ে বরগুনা ছাড়লেন প্রেমের টানে আসা তামিল যুবক
ভগ্ন হৃদয়ে বরগুনা ছাড়লেন প্রেমের টানে আসা তামিল যুবক