X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

এক মোটরসাইকেল চুরিতে পুলিশের ১৪ সদস্য বরখাস্ত

বরিশাল প্রতিনিধি
০৫ জুলাই ২০২২, ২০:৪৪আপডেট : ০৫ জুলাই ২০২২, ২১:১৭

বরিশাল-ঢাকা মহাসড়কে রাতের টহল ডিউটিতে অবহেলার কারণে গৌরনদী মডেল থানার ১০ এবং উজিরপুর মডেল থানার ৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পরিদর্শক (তদন্ত) জানিয়েছেন, মঙ্গলবার (৫ জুলাই) ওই ১৪ জনকে পুলিশ সুপার কার্যালয়ে নেওয়া হয়। তবে কি কারণে তাদের ডেকে নেওয়া হয়েছে তা তারা জানেন না বলে জানিয়েছেন।

সাময়িক বরখাস্ত হওয়া গৌরনদী থানার পুলিশ সদস্যরা হলেন, উপ-পরিদর্শক আব্দুর গাফফার হোসেন, উপ-পরিদর্শক ছগির মিয়া, সহকারী উপ-পরিদর্শক সোহরাব হোসেন, কনস্টেবল মো. ইকবাল, মো. কামাল, মুরছালিন, নয়ন, অমৃত, মেহেদী ও আব্দুল হক রানা।

উজিরপুর থানার সাময়িক বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন, উপ-পরিদর্শক জিয়াউল হায়দার, কনস্টেবল রবিউল ইসলাম, সোহেল রানা ও ইমরান হোসেন।

পুলিশ সুপার কার্যালয় সূত্র থেকে জানা গেছে, গত ২ জুন রাত ৩টা ২০ মিনিটে বরিশাল বিভাগীয় সদর দফতর কম্পাউন্ডের গ্যারেজ থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। পরবর্তী সময়ে বিভাগীয় সদর দফতর কম্পাউন্ডসহ ঢাকা-বরিশাল হাইওয়েতে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়। তাতে দেখা যায়, অজ্ঞাতনামা এক চোর খালি পায়ে চাবিবিহীন অবস্থায় মোটরসাইকেলটি চালিয়ে যাচ্ছে। চোর মোটরসাইকেল নিয়ে ঢাকা-বরিশাল হাইওয়ে হয়ে প্রথমে বরিশাল জেলার উজিরপুর ও গৌরনদী থানা এলাকার প্রবেশকালীন চেকপোস্ট হয়ে ফরিদপুরের ভাঙ্গা থানার দিকে চলে যায়।

আর গৌরনদী ও উজিরপুর থানার সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যদের সেই রাতে টহল ডিউটি থাকা সত্ত্বেও সঠিকভাবে দায়িত্ব পালন করেননি বলে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় প্রতীয়মান হয়। 

কাজে গাফেলতি এবং অবহেলার কারণে গত ৩ জুলাই ওই ১৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।

গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন বলেন, সাময়িক বরখাস্ত হওয়ার বিষয়টি জানা নেই। তবে আজ পুলিশ সুপার কার্যালয় থেকে ফোন করে ওই ১০ জনকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অনুযায়ী তাদের পুলিশ সুপার কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মোমিন উদ্দিন বলেন, পুলিশ সুপার কার্যালয়ের নির্দেশে থানা থেকে চার জনকে পুলিশ সুপার কার্যালয়ে পাঠানো হয়েছে। এর বেশি কিছুই জানেন না বলে জানান তিনি।

তবে ডিআইজি এসএম আকতারুজ্জামান সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পদ্মা সেতু চালু হয়েছে। সামনে কোরবানির ঈদ। এ কারণে নাগরিক সুবিধা শতভাগ নিশ্চিত করতে হবে। একটি মোটরসাইকেল চুরির জন্যই তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়নি। ভবিষ্যতে যাতে অপর পুলিশ সদস্যরা কাজে অবহেলা ও গাফিলতি না করেন, তার জন্যই এ ব্যবস্থা গ্রহণ। এটা হচ্ছে অপর পুলিশ সদস্যদের জন্য একটি আগাম বার্তা।  

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
অপরাধ প্রমাণিত হওয়ায় বাধ্যতামূলক অবসরে পুলিশ সুপার
সর্বশেষ খবর
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল