X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ছাত্রদল নেতার মারধরে থ্রি-হুইলার চালক নিহতের অভিযোগ

বরিশাল প্রতিনিধি
২৯ আগস্ট ২০২২, ২১:২২আপডেট : ২৯ আগস্ট ২০২২, ২১:২২

বরিশাল নগরীতে থ্রি-হুইলার চালক শাহ আলমকে (৪০) হত্যার অভিযোগ উঠেছে ফল আড়তদার ও ছাত্রদল নেতা সুজন খানের বিরুদ্ধে। নিহত ব্যক্তি নগরীর রসুলপুর এলাকার মোসলেম হাওলাদারের ছেলে। সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় (এই রিপোর্ট লেখা পর্যন্ত) লাশ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ছিল।

অভিযুক্ত সুজন ৯নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ও নগরীর পোর্ট রোডের ফলের আড়ত ‘সুজন বাণিজ্য ভান্ডারের’ মালিক। নিহত ব্যক্তি আগে সুজনের আড়তের কর্মচারী ছিলেন। পরে থ্রি-হুইলার চালানো শুরু করেন।

নিহতের স্বজন মো. শুভ জানান, এক থেকে দেড় হাজার টাকা পাওনা ছিল সুজন। এ জন্য প্রায়ই তাগাদা দিতেন। রবিবার রাতে থ্রি-হুইলার চালিয়ে আসার পথে সুজন ও তার কর্মচারীরা শাহ আলমের গতিরোধ করেন। এরপর থ্রি-হুইলারসহ শাহ আলমকে নিয়ে যান ফলের আড়তে। সেখানে বকেয়া টাকার জন্য দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সুজন ও তার কর্মচারীরা শাহ আলমকে মারধর করে থ্রি-হুইলার আটকে তাকে বাসায় পাঠিয়ে দেন। টাকা পরিশোধের পর গাড়ি নিতে বলেন।

তিনি রসুলপুর নিজ বাসায় আসার পথে সড়কে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে ১২টায় জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি লোকমান হোসেন বলেন, শাহ আলমের স্বজনরা অভিযোগ করেছেন ফলের আড়তদার সুজন খান তাকে মারধর করার পর মারা গেছে। বিষয়টি শোনার পর আজ সকালে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্ত করে রাতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে। এর আগে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

/এফআর/
সম্পর্কিত
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
সর্বশেষ খবর
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া