X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত তিমি

পটুয়াখালী প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৯আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১২:৪২

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে বিশালাকৃতির একটি মৃত তিমি ভেসে এসেছে। এটির দৈর্ঘ্য ৩০ ফুট ও প্রস্থ ৬ ফুট। শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে জোয়ারের পানিতে সৈকতের ঝাউ বাগান পয়েন্টে অর্ধগলিত অবস্থায় বেলিন প্রজাতির এই তিমি ভেসে আসে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু বলেন, ‘সকালে সৈকতের তীরে এক মোটরসাইকেল চালক মৃত তিমিটি দেখে আমাদের খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে পৌছে বন বনবিভাগকে অবহিত করি। মৃত তিমিটির দৈর্ঘ্য ৩০ ফুট এবং প্রস্ত ৬ ফুট। ধারণা করা হচ্ছে ১০-১৫ দিন আগে এটির মৃত্যু হয়েছে। ঠিক  কী কারণে  মৃত্যু হয়েছে তা এই মুর্হূতে বলা যাচ্ছে না।’ 

কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, এটি দেখতে অনেকটা দৈত্যাকৃতির। এর আগে ২০১৮ সালে সৈকতে এরকম একটি তিমি ভেসে এসেছিলো। ঠিক কী কারণে এসব তিমি মারা যাচ্ছে সেটা বলা যাচ্ছে না। সৈকতে ভেসে আসা মৃত তিমি, ডলফিন ও কচ্ছপের মৃত্যু রহস্য উন্মোচনের দাবি জানিয়েছেন তিনি। 

সমুদ্রের নীল অর্থনীতি, উপকূলের পরিবেশ-প্রতিবেশ এবং জীববৈচিত্র্য নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিশের গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘এটি একটি বেলিন প্রজাতির তিমি। বেলিন তিমির মধ্যে ১৬টি প্রজাতি রয়েছে। স্তন্যপায়ী এসব প্রাণী গভীর সমুদ্রের ঠান্ডা পানিতে থাকতে পছন্দ করে। কেন মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ১৬টির মধ্যে এটি কোন প্রজাতির ও মৃত্যুর কারণ জানতে আমরা এটির নমুনা সংগ্রহ করেছি। ইতোমধ্যে আমরা প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি। তারা এটির কঙ্কাল সংগ্রহ করবে বলে জানিয়েছেন।

পটুয়াখালী বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থলে বন বিভাগের লোক পাঠানো হয়েছে। তারা নমুনা সংগ্রহ করেছেন। এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। 

/এসএইচ/
সম্পর্কিত
নৌবাহিনীর জন্য কেনা হচ্ছে জরিপ ও গবেষণা জাহাজ, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা
রাজশাহী থেকে কক্সবাজারে ভ্রমণ, সমুদ্রে গোসলে নেমে বাবা-ছেলের মৃত্যু
লঘুচাপের প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
সর্বশেষ খবর
শাহাদাতের সুযোগ এলে পিছপা হবো না: আসিফ মাহমুদ
শাহাদাতের সুযোগ এলে পিছপা হবো না: আসিফ মাহমুদ
চুয়াডাঙ্গায় ট্যাংকলরি-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩
চুয়াডাঙ্গায় ট্যাংকলরি-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
সর্বাধিক পঠিত
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব