X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

নিজ জেলায় এমপি এ্যানীর জানাজা সম্পন্ন, দাফন ঢাকায়

পিরোজপুর প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২২, ১৬:৩৯আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১৬:৩৯

সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ এ্যানী রহমানের প্রথম জানাজা বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় নিজ জেলা পিরোজপুরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সম্পন্ন হয়েছে। এর আগে, বেলা ১১টার দিকে হেলিকপ্টারে করে তার মরদেহ পিরোজপুর জেলা স্টেডিয়ামে আনা হয়। পরে সেখান থেকে গাড়িতে করে পিরোজপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নেওয়া হয়। জানাজা ও ফুলেল শুভেচ্ছা জানানোর পর তার মরদেহ আবার হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়। আজ বিকালে আসর নামাজের পর ঢাকার বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম (এমপি), বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি এ কে এম এ আউয়াল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নাসহ প্রশাসন ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

ক্যানসার আক্রান্ত হয়ে গত মঙ্গলবার দুপুর ১টায় থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। খাদ্যনালীতে ক্যানসার ধরা পড়ার পর প্রায় ১০ মাস ধরে সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। তার স্বামী শেখ হাফিজুর রহমান টোকন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে শেখ খালিদ অরিন্দম আর মেয়ে শেখ প্রজ্ঞা জয়ীতা রহমান দুজনই ব্যবসায়ী।

শেখ এ্যানী রহমানের জন্ম পিরোজপুর শহরের শহীদ ফজলুল হক সড়কে। তার বাবা প্রয়াত খান এনায়েত হোসেন পাকিস্তান জাতীয় পরিষদের (৭০-এর নির্বাচনে পিরোজপুর-কাউখালী-ভান্ডারিয়া-কাঁঠালিয়া থেকে) সদস্য নির্বাচিত হন। এরপর ৭৩ সালে পিরোজপুর- কাউখালী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ৭৫ সালে পিরোজপুর জেলা গভর্নর নির্বাচিত হন। ৬৪ থেকে ৭২ সাল পর্যন্ত পিরোজপুর মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৭৩ থেকে ৭৫ সাল পর্যন্ত পিরোজপুর মহকুমা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। শেখ এ্যানী তার বাবার বড় মেয়ে। লনি সুলতানা নামে তার এক বোন ও খান সাঈদ হাসান বাবু নামে এক ভাই রয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
শ্রমিক লীগ কর্মীকে কুপিয়ে হত্যা, লাশ দাফনের পর ককটেল হামলা
শহীদ বাবার পাশেই মেয়েকে দাফন, জানাজায় রিজভী ও সারজিস
শহীদ বাবার পাশেই দাফন হবে মেয়ের, কবর খুঁড়লেন দাদা
সর্বশেষ খবর
শিল্পী ও সাবেক এমপি মমতাজের সাত দিনের রিমান্ড আবেদন
শিল্পী ও সাবেক এমপি মমতাজের সাত দিনের রিমান্ড আবেদন
হাইকোর্টের রায় স্থগিত: নগদে প্রশাসক নিয়োগ অবৈধ
হাইকোর্টের রায় স্থগিত: নগদে প্রশাসক নিয়োগ অবৈধ
তেজগাঁওয়ে ময়লার স্তূপে শিশুর মরদেহ, গায়ে আঘাতের চিহ্ন
তেজগাঁওয়ে ময়লার স্তূপে শিশুর মরদেহ, গায়ে আঘাতের চিহ্ন
যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে চায় বাংলাদেশ
যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে চায় বাংলাদেশ
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়