X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

গণঅধিকার পরিষদের কার্যালয়ে হামলার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

পটুয়াখালী প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪৩

পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের কার্যালয়ে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাদের ১০ নেতাকর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে। আহতরা পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিক থেকে চিকিৎসা নিচ্ছেন। এ হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে পটুয়াখালী পৌর শহরের ছোট চৌরাস্তা এলাকার বিসমিল্লাহ টাওয়ারে গণঅধিকার পরিষদের কার্যালয়ে হামলার ঘটনা ঘটে।

পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব শাহ আলম শিকদার বলেন, তেল, বিদ্যুৎ ও গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে শুক্রবার বিকাল ৫টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছি আমরা। মানববন্ধন শেষে কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ফাহিম জন্মদিনের কেক কাটার জন্য আমরা সবাই অফিসে চলে যাই। পরে সন্ধ্যা ৬টার দিকে আমাদের অফিসে অতর্কিত হামলা চালিয়ে টেবিল-চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেছে  ছাত্রলীগ।

তিনি বলেন, এ সময় সজিবুল ইসলাম সালমান, আবু সাইদ, শহিদুল ইসলাম ফাহিম, জাবের মাহমুদ, মুন্না, নাজমুল, আমির হোসেন ও আমাকেসহ ১০/১৫ জন নেতাকর্মীকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। আমি ক্লিনিক থেকে চিকিৎসা নিয়েছি, অন্য আহতরা পটুয়াখালী হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছেন।

দলটির এই নেতা দাবি করেন, বিকালে মানববন্ধন করছি, এতে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপরে হামলা করেছে এবং অফিস ভাঙচুর করেছে। হামলার সময় তারা আমাদেরকে রাস্তায় নামতে নিষেধ করেছে।

এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফ দাবি করেন, আমরা কোনও হামলা করিনি। আর এ বিষয়ে আমরা কিছু জানি না।

পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, এরকম কোনও অভিযোগ পাইনি।

/এফআর/
সম্পর্কিত
ইসরায়েলি বিমান কীভাবে এলো বাংলাদেশে, প্রশ্ন নুরের
বিএনপির দিকে তাকিয়ে নেতারাআন্দোলন পুনর্গঠনে সরকারবিরোধী দল ও জোট
ভবিষ্যতে আদালত অবমাননাকর বক্তব্য দেবো না: হাইকোর্টকে ভিপি নুর
সর্বশেষ খবর
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া