X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

টাকা চুরির অভিযোগে গৃহকর্মীর মাথায় কোপ

বরিশাল প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩৪

টাকা চুরির অভিযোগে বরিশাল নগরীতে মুদি ব্যবসায়ী ও তার স্ত্রী গৃহকর্মীকে কুপিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে গৃহকর্মী জেসমিন বেগমকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযুক্তরা হচ্ছেন- মুদি ব্যবসায়ী শফিকুল ইসলাম ও তার স্ত্রী তন্নি আক্তার। তারা করিম কুটির এলাকার ছায়াবিথী ভবনে ভাড়া থাকেন। গৃহকর্মী জেসমিন প্রতিদিন সকালে সেই বাসায় কাজ করতে যেতেন।
 
হাসপাতালে চিকিৎসাধীন গৃহকর্মী অভিযোগ করে বলেন, ‍ ‘আজ সকালে কাজ শেষ করার পর বাসার গেটে তালা দেওয়া হয়। ড্রয়ারে রাখা টাকা চুরি করেছি বলে আমাকে ধরা হয়। আমি অস্বীকার করায় দুইজনে মিলে আমাকে চড় মারেন, জুতা দিয়ে পেটান। রান্নাঘরে গেলে সেখানে থাকা বটি দিয়ে আমার মাথায় কোপ দেন স্যার (শফিকুল)। খবর পেয়ে আমার ভাই এসে আমাকে হাসপাতালে ভর্তি করে।’

এদিকে শফিকুলের ভাই জহির উদ্দিন লিটু দাবি করেছেন, তার ভাইয়ের ড্রয়ার থেকে সাড়ে ১৪ হাজার টাকা চুরি হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও মোবাইলে ধারণ করা আছে। সেখানে দেখা গেছে, ড্রয়ার থেকে জেসমিন টাকা নিচ্ছেন। এ জন্য জেসমিনের কাছ থেকে ওই টাকা ফেরত চাওয়া হয়। কিন্তু জেসমিন স্বীকার করেননি। এ সময় রেগে শফিকুল ও তন্নি তাকে চড়-থাপ্পড় মারেন। এর পরপরই জেসমিনের ভাই রাসেল এসে তাদের জেলে দেবেন বলে হুমকি দেন। রাসেল রান্নাঘর থেকে বটি এনে বোনের মাথায় কোপ দিয়ে বিষয়টি ঘোলাটে করেন। 

জেসমিনের চিকিৎসাসহ সব দায়িত্ব তারা নিয়েছেন বলে জানান লিটু। তবে ‍এ সংক্রান্ত ভিডিও দেখতে চাইলে তা দেখাতে পারেননি তিনি। 

এ ব্যাপারে রাসেল বলেন, ‘লিটু যে বক্তব্য দিয়েছেন তা মিথ্যা। জেসমিনকে ঘরে আটকে মারধর করেন শফিকুল ও তার স্ত্রী। এর এক পর্যায়ে সালিশের জন্য ডাকা হয় শফিকুলের ভাই লিটুকে। সালিশ মীমাংসা করার আগেই তারা আমার বোনকে কুপিয়ে জখম করেন। জেসমিন বিষয়টি আমাকে মোবাইল ফোনে জানালে ওই বাসায় গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।’

এ ব্যাপারে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আবাসিক চিকিৎসক রেজাউল করিম সিকদার জানান, জেসমিনের সিটিস্ক্যান করার জন্য বলা হয়েছে। সিটিস্ক্যান রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে তিনি কোন অবস্থায় আছেন। মাথা থেকে রক্তক্ষরণ বন্ধ করতে ছয়টি সেলাই দেওয়া হয়েছে। ওষুধও চলছে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

/আরআর/
সম্পর্কিত
ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ
লঞ্চে তরুণীদের মারধরের ঘটনায় মামলা, আসামি সেই যুবকসহ ২৫ জন
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার
খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দুই দিন পেছালো
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দুই দিন পেছালো
কিবরিয়া হত্যা ও সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টার মামলায় সাক্ষ্য দিলেন আরও ৭ জন
কিবরিয়া হত্যা ও সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টার মামলায় সাক্ষ্য দিলেন আরও ৭ জন
সিঙ্গাপুর থেকে আসবে ৫৮৪ কোটি টাকার এলএনজি
সিঙ্গাপুর থেকে আসবে ৫৮৪ কোটি টাকার এলএনজি
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি