ঝালকাঠির রাজাপুর উপজেলার ছত্রকান্দা এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ১৩ জন নিহত হয়েছেন। এ সময় প্রায় ৩০ জন আহত হয়েছেন।
শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, শনিবার সকালে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে ছেড়ে আসা বরিশালগামী বাসার স্মৃতি পরিবহনের একটি বাস ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়।
জেলা সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ১৩টি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।