X
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
১৫ অগ্রহায়ণ ১৪৩০

হঠাৎ উত্তাল সমুদ্র, জেলেদের মাঝে হতাশা

কাজী সাঈদ, কুয়াকাটা
২৬ জুলাই ২০২৩, ১৪:১৬আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১৫:১৪

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর হঠাৎ উত্তাল হয়ে উঠেছে। ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে আশা নিয়ে রুপালি ইলিশের সন্ধানে নেমেছিলেন উপকূলের জেলেরা। গভীর সমুদ্রে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে টিকতে না পেরে তীর ফিরে এসেছেন তারা। কূলে ফিরে আসা জেলেদের চোখে-মুখে হতাশার ছাপ।

উপকূলের মৎস্য বন্দরগুলো ঘুরে দেখা গেছে, গত রবিবার (২৩ জুলাই) মধ্যরাতে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে গভীর সমুদ্রে যাত্রা করে উপকূলের সহস্রাধিক মাছ ধরা ট্রলার। নতুন ও মজবুত ট্রলারগুলো গভীর সমুদ্রে গেলেও পুরোনো ট্রলার (ফিটনেসবিহীন) সাগরের মোহনা থেকে ঘাটে ফিরে এসেছে। আর গভীরে যাওয়া ট্রলারগুলো উত্তাল সমুদ্রে দুই একবার জাল ফেলে মাছ না পেয়ে ফিরে এসেছে।

মঙ্গলবার (২৬ জুলাই) সকালের মধ্যে সব ট্রলার উপকূলের বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে। সাগর মাছ ধরার উপযোগী হলে আবার যাত্রা করবে। এখন ছেঁড়া জাল বুনতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা।

হঠাৎ উত্তাল সমুদ্র, জেলেদের মাঝে হতাশা

জেলে তৈয়ব আলী বলেন, ‘আমরা সাগরে যাওয়ার সময় মোহনা থেকে প্রচণ্ড তুফান দেখেছি। মনে করেছি গভীর সমুদ্রে ঢেউ কম থাকবে। কিন্তু গভীর সমুদ্রেও প্রচণ্ড স্রোত রয়েছে। তারপরও একবার জাল ফেলছিলাম। কিন্তু ঢেউয়ের ঝাপটায় সব জাল রশির সঙ্গে পেঁচিয়ে এবং ছিঁড়ে নষ্ট হয়ে গেছে। জাল ঠিক করতে কমছে কম এক সপ্তাহ সময় লাগবে।’

এফবি তামান্না ট্রলারের মাঝি মো. ইউনুস মিয়া বলেন, ট্রলারে তেল ও বরফ নিয়ে প্রস্তুতি নেওয়া ছিল। সোমবার সকালে সমুদ্রে যাওয়ার কথা ছিল। কিন্তু সাগর উত্তাল হওয়ার খবর পেয়ে আর যাওয়া হয়নি। মাছ ধরার উপযোগী হলে যাবো।

হঠাৎ উত্তাল সমুদ্র, জেলেদের মাঝে হতাশা

এফবি বিসমিল্লাহ-১ ট্রলারের মাঝি একলাছ গাজী বলেন, রবিবার গভীর রাতে আলীপুর ঘাট থেকে সমুদ্রে গিয়েছিলাম। এর পরদিন দুপুরে জোয়ারে হঠাৎ সমুদ্র উত্তাল হয়ে ওঠে। তারপরও ঝুঁকি নিয়ে দুই দিন মাছ ধরে গত রাতে ঘাটে এসে মাত্র এক লাখ টাকার মাছ বিক্রি করেছি। বড় সাইজের ইলিশ ধরা পড়েনি। ছোট ও মাঝারি ইলিশ আছে।

মৎস্য বন্দর আলীপুরের মনি ফিশের মালিক আব্দুল জলিল ঘরামী বলেন, ৬৫ দিনের অবরোধ শেষে জেলেরা সমুদ্রে গেছেন। সমুদ্র উত্তাল থাকায় ঘাটে ফিরে আসতে বাধ্য হয়েছেন। শুধু খাবারের মাছ পেয়েছেন। আমরা মৎস্য সংশ্লিষ্ট সবাই হতাশ।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, অবরোধ শেষে যেসব ট্রলার গভীর সমুদ্রে গিয়েছিল তারা ঘাটে ফিরে এসেছে। সমুদ্রে প্রচণ্ড ঢেউ ও স্রোত রয়েছে। আগামী ২-৩ দিনেও সমুদ্র স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। অমাবস্যা জোর প্রভাব কেটে গেলে সমুদ্র স্বাভাবিক হবে। তখন জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়বে। 

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
সাগরে সৃষ্ট লঘুচাপ সুস্পষ্ট লঘুচাপে পরিণত
বনরক্ষীদের বিরুদ্ধে জেলেদের ২০ লাখ টাকার কাঁকড়া ছিনিয়ে নেওয়ার অভিযোগ
ঘূর্ণিঝড় মিধিলি দেখতে কুয়াকাটা সমুদ্রসৈকতে পর্যটকের ভিড়
সর্বশেষ খবর
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেলো যারা
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেলো যারা
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন প্রতিমন্ত্রী ও তার ছেলে
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন প্রতিমন্ত্রী ও তার ছেলে
৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, বেশি পদ স্বাস্থ্য ও শিক্ষায়
৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, বেশি পদ স্বাস্থ্য ও শিক্ষায়
ডিআরইউর সভাপতি শুক্কুর আলী, সাধারণ সম্পাদক মহিউদ্দিন
ডিআরইউর সভাপতি শুক্কুর আলী, সাধারণ সম্পাদক মহিউদ্দিন
সর্বাধিক পঠিত
সরিষা শাক খাওয়ার ১০ উপকারিতা
সরিষা শাক খাওয়ার ১০ উপকারিতা
উত্তরপত্র পরিবর্তন করে অর্ধশত শিক্ষার্থীকে ফেল দেখানোর অভিযোগ
উত্তরপত্র পরিবর্তন করে অর্ধশত শিক্ষার্থীকে ফেল দেখানোর অভিযোগ
সহকর্মীকে গোপনে বিয়ে, প্রথম স্ত্রীর মামলায় প্রভাষক কারাগারে
সহকর্মীকে গোপনে বিয়ে, প্রথম স্ত্রীর মামলায় প্রভাষক কারাগারে
পিটার হাস আচরণের সীমা মেনে চলবেন আশা করে সরকার: ওবায়দুল কাদের
পিটার হাস আচরণের সীমা মেনে চলবেন আশা করে সরকার: ওবায়দুল কাদের
‘ডাঙ্কি’র সঙ্গে লড়াই, ভীত নন ‘সালার’ নির্মাতা
‘ডাঙ্কি’র সঙ্গে লড়াই, ভীত নন ‘সালার’ নির্মাতা