X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ভোলায় ৩৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধে ধস

ভোলা প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৩, ২২:২১আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ২২:২১

মেঘনা নদীর তীব্র স্রোতের আঘাতে ভোলা সদর উপজেলার উত্তর মেঘনার তীর রক্ষায় ৩৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ইলিশা-রাজাপুর রক্ষা প্রকল্পের ব্লক বাঁধের দুটি স্থান আবারও ধসে পড়েছে। এতে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এর আগে বাঁধ নির্মাণের সময় আরও দুটি স্থানে ব্লক ধসে পড়েছিল।

শনিবার (০৯ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার ইলিশা ইউনিয়নে ভোলা-লক্ষ্মীপুর ফেরি ও লঞ্চঘাটের দক্ষিণে মেঘনা নদীর তীর সংরক্ষণ বাঁধের দুটি স্থানের ৭৫ মিটারের ব্লক ধসে গেছে। গত বুধবার থেকে ব্লক ধসে পড়তে শুরু করে। বুধবার বিকালে পাউবোর ঠিকাদারের শ্রমিকরা জিও টেক্সটাইল বস্তায় বালু ভরার কাজ শুরু করেন। তবে ধস রক্ষা করা না গেলে ব্লক বাঁধের পাশে মাটির বাঁধে আঘাত হানার শঙ্কা রয়েছে। আর মাটির বাঁধ ধসে গেলে ভোলা শহরে পানি ঢুকবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উজানের পানি নামাসহ মেঘনা উত্তাল হয়ে যাওয়ায় বাঁধের ওই অংশগুলো ধসে গেছে। যে দুটি স্থানে ধস শুরু হয়েছে, সেখানে প্রতিদিন শত শত দর্শনার্থী বেড়াতে আসেন। এ ছাড়া বাঁধের পাশে অর্ধশতাধিক দোকানপাট রয়েছে। এর কিছুটা দূরে রয়েছে জংশন বাজার, পুলিশ তদন্ত কেন্দ্র, অস্থায়ী নৌ থানা ও কয়েকটি ভবন। হঠাৎ বাঁধ ধসে পড়ায় আতঙ্কিত স্থানীয়রা।

স্থানীয় ব্যবসায়ী কলিমুল্লাহ বলেন, ‘বালুভর্তি জিও ব্যাগ না ফেলে জরুরি ভিত্তিতে সিসি ব্লক বসানো দরকার। তাহলে ভাঙন থেকে রক্ষা পাওয়া যাবে। না হয় মাটির বাঁধ ভেঙে ভোলা শহরে পানি ঢুকবে।’

আতঙ্কের কথা জানিয়ে আরেক ব্যবসায়ী পারভেজ হোসেন বলেন, ‘বাঁধের পাশে অর্ধশতাধিক দোকানপাট রয়েছে। তীররক্ষা বাঁধে ধস দেখা দেওয়ায় আমরা আতঙ্কে আছি। দ্রুত ভাঙনরোধ করা না গেলে ভোলাকে ভাঙনের কবল থেকে রক্ষা করা সম্ভব হবে না। তাই জরুরি ভিত্তিতে টেকসই বাঁধ নির্মাণ করতে হবে।’

তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ধস ঠেকাতে ইতোমধ্যে জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও টেক্সটাইল বস্তা ফেলা শুরু হয়েছে। শুক্রবার পর্যন্ত দুই হাজার ৫২টি বস্তা ফেলা হয়েছে। এ ছাড়া শনিবার সকাল থেকে ধসে যাওয়া স্থানগুলোর জরিপ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

ভোলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজ্জামান বলেন, ‘বাঁধের দুটি স্থানে ধস দেখা দিয়েছে। পাহাড়ি ঢলের পানি যখন সাগরে নামে, তখন ভোলার মেঘনা নদীতে তীব্র স্রোত শুরু হয়। মেঘনা নদীর মধ্যে কয়েকটি চর রয়েছে, যার কারণে ইলিশা ফেরিঘাটের সামনে দুটি নদীর (ইলিশা ও মেঘনা) পাঁচটি মোহনা হয়েছে। সেখানে সারা বছর নদী অশান্ত থাকে। বর্ষার শেষ সময়ে ওই এলাকায় তীব্র স্রোত হওয়ায় ভাঙন ভয়ঙ্কর রূপ নেয়। এ বছরও ভয়ঙ্কর রূপ নেওয়ায় ব্লক বাঁধের দুটি স্থান ধসে গেছে।’

ধসরোধে ইতোমধ্যে দুই হাজার ৫২টি জিও টেক্সটাইল বস্তা ফেলা হয়েছে জানিয়ে হাসানুজ্জামান বলেন, ‘বাঁধে ধসের খবর পেয়ে ঢাকা থেকে প্রতিনিধি দল এসেছে। শনিবার সকাল থেকে বাঁধ জরিপের কাজ শুরু করেছে প্রতিনিধি দল। জরিপ শেষ হলে বোঝা যাবে, বালুভর্তি জিও টেক্সটাইল বস্তা ফেলে ধস ঠেকানো যাবে কিনা। যদি এতে ঠেকানো না যায়, তখন সিসি ব্লক বসানোর কাজ করা হবে।’

হাসানুজ্জামান আরও বলেন, ‘ভোলা নদী ভাঙনপ্রবণ জেলা। ভাঙন ঠেকাতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। ইলিশা-রাজাপুরসহ উত্তর ভোলার রাজাপুর ও পূর্ব-ইলিশা ইউনিয়নের তীর সংরক্ষণ বাঁধ এবং বন্যা ও জলোচ্ছ্বাস নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে ৩৩৫ কোটি টাকা খরচ হয়েছে। যেকোনো উপায়ে এটি রক্ষার চেষ্টার চালিয়ে যাচ্ছি আমরা।’

/এএম/
সম্পর্কিত
অসময়ে ভাঙছে ব্রহ্মপুত্রের পাড়, দুশ্চিন্তায় স্থানীয়রা
নদ থেকে অবৈধভাবে তোলা বালুতে পৌরসভার চত্বর তৈরি করছেন প্যানেল মেয়র
অসময়ে পদ্মার ভাঙনে আতঙ্কে এলাকাবাসী
সর্বশেষ খবর
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত