X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

দেশের গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন: প্রধান তথ্য কমিশনার

পটুয়াখালী প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩২আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩২

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার আবদুল মালেক বলেছেন, ‘দেশে ৪৫টির অধিক টেলিভিশন এবং তিন হাজারের বেশি পত্রিকা রয়েছে। দেশের এসব গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন। গণমাধ্যম তাদের মতো করে তথ্য প্রকাশ করছে। এতে কারও কোনও হস্তক্ষেপ নেই।’

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জনঅবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আবদুল মালেক বলেন, ‘২০০৯ সালের মার্চে তথ্য অধিকার আইন পাস করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি গণতন্ত্রের অভিযাত্রায় জনগণের মূল্যবান প্রাপ্তি। যা জনগণের অধিকার। এর আগে জনগণ জানতো না, তথ্য অধিকার আইন কী। শুধু আইন প্রণয়ন নয়, ওই বছরের জুলাই মাসে তথ্য কমিশন গঠন করেন প্রধানমন্ত্রী।’ 

তথ্য অধিকার আইন প্রয়োগ করে দেশের মানুষ তার অধিকার আদায় করতে পারবে জানিয়ে প্রধান তথ্য কমিশনার বলেন, ‘এই আইনটি ১২ বছর আগে পাস হয়েছে। তবে এখনও সবার কাছে পৌঁছায়নি। এটি শক্তিশালী আইন; যা সুশাসনের জন্য অপরিহার্য। তবে এই আইন সাধারণ মানুষ এখনও ব্যাপক হারে ব্যবহার করতে সক্ষম হয়নি। সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক-বীমা, স্কুল-কলেজ, মাদ্রাসা ও রাষ্ট্রপতির কার্যালয় থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত এই আইনের আওতায়। এই আইনে সবাই তথ্য দিতে বাধ্য। সবাইকে এর চর্চা করতে হবে। আমরা এর প্রচারে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ পর্যন্ত যাবো।’

সভায় আরও বক্তব্য রাখেন তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) ড. মো. আব্দুল হাকিম, জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ এবং সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার।

/এএম/
সম্পর্কিত
সরকার সংবাদপত্রের মধ্যে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায়: তথ্য উপদেষ্টা
ঈদে গণমাধ্যমে ৪ দিনের ছুটির আহ্বান মাহমুদুর রহমানের
ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন না করতে গণমাধ্যমের প্রতি তথ্য উপদেষ্টার আহ্বান
সর্বশেষ খবর
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ