X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

‘আমরা সবাই পাগল, কেউ দুনিয়ার কেউ মাওলা পাকের’

বরিশাল প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৩, ১৮:০২আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১৮:০২

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‌‘দুনিয়া হলো মাকাল ফলের মতো। এই ফলের জন্য আখিরাত নষ্ট করা যাবে না। আমরা দুনিয়ার জন্য সব মানুষ পাগল। কেউ পদ-পদবির জন্য, কেউ এমপি-মন্ত্রী হওয়ার জন্য, কেউ অর্থ-সম্পদের জন্য, কেউ প্রেমিকার জন্য, আবার কেউ খ্যাতির জন্য পাগল। এর বিপরীতে একদল আছে, মাওলা পাকের পাগল। চরমোনাইয়ের মাহফিলে মানুষকে মাওলার পাগল বানিয়ে দেয়। এতে মানুষ দুনিয়ার মোহ ছেড়ে দ্বীনের পাগল হয়।’

বুধবার (২২ নভেম্বর) বাদ জোহর চরমোনাই মাদ্রাসার মাঠে ১০০তম বার্ষিক মাহফিলের উদ্বোধনী বয়ানে এসব কথা বলেন তিনি।

সবাইকে দুনিয়ার হাকিকত সম্পর্কে জানতে হবে উল্লেখ করে রেজাউল করীম বলেন, ‘পরকাল নিয়ে সবাইকে চিন্তা করতে হবে, মুরাকাবা করতে হবে। সব মানুষ ফকির অবস্থায় দুনিয়ায় জন্মগ্রহণ করছেন। আবার সফর শেষে একই অবস্থায় বিদায় নিতে হবে। তবে জগতের মোহে পড়ে জান্নাত-বঞ্চিত হওয়া যাবে না। নিয়ত পরিবর্তন করতে হবে। দুনিয়ার চিন্তা বাদ দিয়ে আখিরাতের ধ্যান অন্তরে ধারণ করতে হবে।’

চরমোনাইয়ের দল ভারী করার দরকার নেই জানিয়ে চরমোনাই পীর বলেন, ‘যারা চরমোনাইয়ের লেবেল লাগিয়ে দুনিয়ার উদ্দেশ্য হাসিল করতে চায়, তারা মুরিদ নন বরং ধান্দাবাজ। নির্বাচন এলে নেতা-নেত্রীকে খুশি করার জন্য অনেকে বলেন, এই দুই মাস আমরা চরমোনাইয়ের মুরিদ না। এরা মূলত চরমোনাই দরবারকে হাসি-তামাশার খোরাক বানাতে চায়। এদের মুরিদ হওয়ার কোনও প্রয়োজন নেই। এদের কাছ থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।’

মাহফিলে আসা মুসল্লিদের চিকিৎসার জন্য ৪০ জন চিকিৎসক টিমের মাধ্যমে ১০০ শয্যাবিশিষ্ট মাহফিল হাসপাতাল স্থাপন করা হয়েছে। পাঁচটি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। মাহফিলের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় ওলামা সম্মেলন এবং তৃতীয় দিন শুক্রবার সকাল ১০টায় ইসলামী ছাত্র আন্দোলনের গণজমায়েত অনুষ্ঠিত হবে। ২৫ নভেম্বর সকাল ৮টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে মাহফিল।

/এএম/
সম্পর্কিত
পল্টনে রাজনৈতিক সংলাপে ইসলামী আন্দোলন বাংলাদেশ-গণঅধিকার পরিষদ
ওয়াকফ বিল ভারতকে মুসলিম শূন্য করার গভীর চক্রান্ত: চরমোনাই পীর
বিচারের আগে স্বৈরাচার পুনর্বাসনের প্রচেষ্টা প্রতিহত করা হবে: চরমোনাই পীর
সর্বশেষ খবর
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রবিবার রংপুরে গণপদযাত্রা
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রবিবার রংপুরে গণপদযাত্রা
ভবিষ্যৎ নিয়ে আনচেলত্তি কথা বলবেন ২৫ মে
ভবিষ্যৎ নিয়ে আনচেলত্তি কথা বলবেন ২৫ মে
সৌদি আরব পৌঁছেছেন ১৭৬৯৪ হজযাত্রী
সৌদি আরব পৌঁছেছেন ১৭৬৯৪ হজযাত্রী
তৃতীয় বিভাগ বাছাইয়ে চ্যাম্পিয়ন ইয়ং টেরিপাস ক্লাব
তৃতীয় বিভাগ বাছাইয়ে চ্যাম্পিয়ন ইয়ং টেরিপাস ক্লাব
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার