X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

৭০ হাজার পরিবারকে ইফতার সামগ্রী দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান মিরাজুল

পিরোজপুর প্রতিনিধি
১৪ মার্চ ২০২৪, ২২:০৭আপডেট : ১৪ মার্চ ২০২৪, ২৩:১৫

পবিত্র মাহে রমজানে বিনামূল্যে ইফতার পাচ্ছে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৭০ হাজার পরিবার। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম প্রতিষ্ঠিত মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এসব ইফতার সামগ্রী দেওয়া হচ্ছে।

গত এক সপ্তাহ ধরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্বেচ্ছাসেবকরা ৭০ হাজার পরিবারের জন্য ইফতার সামগ্রী প্যাকেট করেছেন। বুধবার রমজানের দ্বিতীয় দিন থেকে বিতরণ শুরু হয়েছে। এর মধ্যে ছোলা, চিড়া, মুড়ি, দুধ, সেমাই, তেল ও মসলাসহ ১৩ ধরনের খাদ্যসামগ্রী রয়েছে। এমন উদ্যোগে খুশি স্থানীয়রা।

আয়োজক সূত্রে জানা গেছে, স্থানীয় ইউনিয়ন পরিষদ ও পৌরসভা থেকে হোল্ডিং নম্বর সংগ্রহ করে প্রতিটি পরিবার বাছাই করা হয়েছে। এছাড়া একটি হোল্ডিং নম্বরে একাধিক পরিবার থাকলে তাদেরও দেওয়া হবে ইফতার সামগ্রী। এর আগে করোনাকালীন এমন উদ্যোগ নিয়েছিল ফাউন্ডেশনটি।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম বলেন, এবার ইফতার বিতরণ কর্মসূচি বাস্তবায়নে উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীসহ ১০ হাজার কর্মী কাজ করছেন। আশা করছি, সব পরিবারের মাঝে ইফতার পৌঁছে দিতে পারবো আমরা।

২০১৫ সাল থেকে আর্তমানবতার সেবায় এই সংগঠন কাজ করছে জানিয়ে ফাউন্ডেশনের পরিচালক এহসাম হাওলাদার বলেন, ফাউন্ডেশনটি মানুষের বিপদ-আপদে বন্ধু হিসেবে পাশে থাকছে। যেকোনো প্রাকৃতিক দুর্যোগসহ সবসময় সবার পাশে দাঁড়াচ্ছে। ১০ হাজার স্বেচ্ছাসেবক এই সংগঠনের সঙ্গে যুক্ত। স্বেচ্ছাসেবকরা টিমওয়ার্কের মাধ্যমে এবার উপজেলার ৭০ হাজার পরিবারে ইফতার পৌঁছে দেওয়ার কাজ করছেন।

/এএম/ 
সম্পর্কিত
ঈদুল ফিতরে করণীয়
চাঁদ দেখা যায়নি, ঈদ বৃহস্পতিবার
রমজানে নবীজির রাতের আমল
সর্বশেষ খবর
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
বঙ্গবন্ধুর সমাধিতে আপিল বিভাগের নতুন ৩ বিচারপতির শ্রদ্ধা
বঙ্গবন্ধুর সমাধিতে আপিল বিভাগের নতুন ৩ বিচারপতির শ্রদ্ধা
বেসিস নির্বাচন: তথ্যপ্রযুক্তি সংগঠনে নারীর অংশগ্রহণ
বেসিস নির্বাচন: তথ্যপ্রযুক্তি সংগঠনে নারীর অংশগ্রহণ
যশোরে তাপমাত্রা কিছুটা কমেছে, সড়কে শরবত বিতরণ
যশোরে তাপমাত্রা কিছুটা কমেছে, সড়কে শরবত বিতরণ
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ