X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

বিয়ের পর হলুদ শেষে নদীতে গোসলে নেমে নিখোঁজ বরের লাশ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
২৫ মে ২০২৪, ১৯:৩৪আপডেট : ২৫ মে ২০২৪, ১৯:৩৪

বরিশালের উজিরপুরে সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বরের লাশ উদ্ধার করেছেন স্বজনরা। শনিবার (২৫ মে) বিকাল ৩টায় উপজেলার বড়াকোঠা ইউনিয়নের চথলবাড়ি নামক স্থান থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মিরাজুল ইসলাম আরিফ (২৪) গাজীপুরের কাশিমপুর থানার সুলতান মার্কেট এলাকার বাসিন্দা মিন্টু খানের ছেলে। কোরআনে হাফেজ আরিফ স্কয়ার টেক্সটাইলের গাড়িচালক ছিলেন। কনে নিখোঁজ মিরাজের দূর সম্পর্কীয় মামাতো বোন উপজেলার গাববাড়ী এলাকার মৃত নাসির উদ্দিনের কন্যা নিপা আক্তার।

ঘটনাস্থলে থাকা বরের চাচা শ্বশুর সেলিম সিকদার বলেন, ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্বজনরা ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে সন্ধান চালাচ্ছিল। গতকাল শুক্রবার সন্ধ্যার পর ডুবুরি দল তাদের অভিযান শেষ করলেও স্বজনরা সন্ধান চালাতে থাকে। আজ বিকাল ৩টার দিকে যেখান থেকে নিখোঁজ হয় সেই স্থান থেকে কমপক্ষে ২০০-৩০০ গজ দূরে ভাসমান লাশ দেখতে পাওয়া যায়। এরপর ট্রলার নিয়ে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।

উজিরপুর মডেল থানার ওসি জাফর আহমেদ বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে। কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

জানা গেছে, শুক্রবার সকালে কনের বড়াকোঠা ইউনিয়নের বাড়িতে আরিফ ও নিপার পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। এরপর বর-কনের হলুদ অনুষ্ঠিত হয়। হলুদ শেষে আরিফ তার দুই ভাইকে সঙ্গে নিয়ে নদীতে গোসল করতে যান। সেখানে গিয়ে গোসলে নামার পর স্রোতের টানে ভেসে যেতে থাকেন। স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করতে পারলেও ভেসে যান আরিফ। ওই সময় থেকেই স্বজনরা সন্ধান চালান। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের সঙ্গে যোগ দেয়। 

/এফআর/
সম্পর্কিত
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
বাড়ির পাশের কৃষিজমিতে পড়ে ছিল স্কুলছাত্রীর মরদেহ, মাথায় আঘাতের চিহ্ন
মিরপুরে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
প্রথম রবিবারের ভাষণে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন পোপ লিও
প্রথম রবিবারের ভাষণে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন পোপ লিও
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল
শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব বিটুসহ কারাগারে ৩
শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব বিটুসহ কারাগারে ৩
অতিরিক্ত ঘাম কমাতে এই ১১ টিপস মেনে চলুন
অতিরিক্ত ঘাম কমাতে এই ১১ টিপস মেনে চলুন
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো