X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

থানায় সাংবাদিককে মারধর, পুলিশ কনস্টেবল বরখাস্ত

ঝালকাঠি প্রতিনিধি
২১ জুন ২০২৪, ১৯:০০আপডেট : ২১ জুন ২০২৪, ১৯:০০

ঝালকাঠির নলছিটি থানার ভেতরে এক সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় ওই থানার পুলিশ কনস্টেবল রেজানুন্নবী রাজুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) রাতে রাজুকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করার পর সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (২১ জুন) বিকালে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।

পুলিশ সুপার বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য রেজানুন্নবী রাজুকে বৃহস্পতিবার রাতেই থানা থেকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পাশাপাশি সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাংবাদিক আরিফুর রহমানের লিখিত অভিযোগ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নলছিটি থানার ভেতরে সাংবাদিক আরিফুর রহমানকে মারধর ও লাঞ্ছিত করা হয়। ভুক্তভোগী আরিফুর দৈনিক আমার সংবাদ পত্রিকার নলছিটির উপজেলা প্রতিনিধি। এ ঘটনার প্রতিকার চেয়ে জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, পারবারিক কলহের জের ধরে সাংবাদিক আরিফুর রহমানের চাচাতো ভাই শুক্কুর সরদারের বিরুদ্ধে জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন দিয়ে অভিযোগ করেন তার স্ত্রী। খবর পেয়ে নলছিটি থানার এএসআই সাইফুল ইসলাম ও কনস্টেবল রেজানুন্নবী রাজু ঘটনাস্থলে যান। তারা ‘ঘাড় ধাক্কা’ দিয়ে শুক্কুর সরদার ও তার স্ত্রীকে থানায় নিয়ে যান। বিষয়টি জানতে পেরে সাংবাদিক আরিফুর থানায় গিয়ে তার চাচাতো ভাইকে ঘাড় ধাক্কা দেওয়ার ঘটনাটি ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেন। পরে দুই পক্ষের আত্মীয়-স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে মীমাংসার সিদ্ধান্ত হয়। এরপর ওসির কক্ষ থেকে বের হয়ে ডিউটি অফিসারের কক্ষের সামনে এলেই কনস্টেবল রেজানুন্নবী সাংবাদিক আরিফুরকে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারতে শুরু করেন। সেইসঙ্গে বলতে থাকেন ‘তোর এত বড় সাহস, তুই থানায় এসে আমার নামে ওসির কাছে নালিশ করিস? তোর মতো সাংবাদিকের হাত-পা ভেঙে দিলে কিছু হবে না।’ একপর্যায়ে আরিফুর দৌড়ে ওসির কক্ষে যাওয়ার চেষ্টা করলে কনস্টেবল গলা ধাক্কা দিয়ে থানা থেকে বের হয়ে যেতে বলেন। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

এসব বিষয়ে জানতে অভিযুক্ত পুলিশ সদস্য (কনস্টেবল) রেজানুন্নবী রাজুর মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

/এএম/
সম্পর্কিত
হত্যা মামলায় সাতনদী পত্রিকার সম্পাদক কারাগারে
আবদুল হামিদের দেশত্যাগপুলিশের ইমিগ্রেশন কর্মকর্তা প্রত্যাহার, দুই জন বরখাস্ত
রূপগঞ্জে সাংবাদিককে ইট দিয়ে থেঁতলে দিয়েছে সন্ত্রাসীরা
সর্বশেষ খবর
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
এনসিপির অবস্থান কর্মসূচিতে একাত্মতা জামায়াতের প্রতিনিধি দলের
এনসিপির অবস্থান কর্মসূচিতে একাত্মতা জামায়াতের প্রতিনিধি দলের
বাজেটে ভর্তুকি দিলেও এলএনজি আমদানিতে ঘাটতি ১১ হাজার কোটি টাকা
বাজেটে ভর্তুকি দিলেও এলএনজি আমদানিতে ঘাটতি ১১ হাজার কোটি টাকা
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ