X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

দুর্ভোগ পোহালেও শিক্ষার্থীদের আন্দোলনে সাধারণের সমর্থন

বরিশাল প্রতিনিধি
১০ জুলাই ২০২৪, ১৬:৪৬আপডেট : ১০ জুলাই ২০২৪, ১৬:৪৬

রোদ-বৃষ্টি উপেক্ষা করে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে চলছে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলন। সরকারের কাছ থেকে সন্তোষজনক সিদ্ধান্তের পরই আন্দোলনের মাঠ ছাড়ার ঘোষণা শিক্ষার্থীদের। তাদের সঙ্গে একমত পোষণ করেছেন দুর্ভোগে পড়া সাধারণ মানুষও।

বুধবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। একপর্যায়ে মুষলধারে বৃষ্টি শুরু হলে সেটি উপেক্ষা করে চলে বিভিন্ন স্লোগান। মহাসড়কে ফুটবল খেল‍ায় মেতে ওঠেন আন্দোলনে থাকা শিক্ষার্থীরা।

এর আগে রোদ উপেক্ষা করে চলে কোটাবিরোধী আন্দোলন। এ সময় মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা।

আন্দোলনে থাকা সুজয়, বিপ্লব, সোমাসহ সাধারণ শিক্ষার্থীরা বলেন, একশ ভাগের ৫৬ ভাগ দেওয়া হলো কোটায়। তার মধ্যে ৩০ ভাগ মুক্তিযোদ্ধাদের। মুক্তিযোদ্ধা আমাদের দেশের সম্মানিত ব্যক্তি। তাদের জন্য সরকার বাড়ি এবং আর্থিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিয়ে আসছে। এরপরও কোটায় কেন তাদের অন্তর্ভুক্ত করা হবে। তাদের ছেলেমেয়ে কোটায় চাকরি পাক তাতে কোনও আপত্তি নেই। এখন শুনছি তাদের নাতিপুতি সকলেই কোটার অন্তর্ভুক্ত।’

প্রশ্ন রেখে তারা বলেন, ‘এরকম তাহলে মেধাবীরা চাকরি পাবে কীভাবে? আর তাদের (মুক্তিযোদ্ধা) ৩০ ভাগ কোটা দেওয়া হলে ১০ ভাগও পূরণ হয় না। বাকি ২০ ভাগ শূন্য থেকে যাচ্ছে। অথচ সমন্বয় আনা হলে ওই ২০ ভাগে মেধাবীরা প্রতিযোগিতার মাধ্যমে সরকারি চাকরিতে প্রবেশ করতে পারতো। মেধাবীদের প্রাধান্য দিয়ে কোটা সংস্কার করতে হবে। সংবিধানে যা আছে আমরা তা চাচ্ছি।’

টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা (ছবি: বাংলা ট্রিবিউন)

সরেজমিনে দেখা যায়, আন্দোলন চলাকালে বিভিন্ন স্থান থেকে আগত যাত্রীরা হেঁটে গন্তব্যে যাচ্ছেন। এদের মধ্যে একজন সুফিয়ান। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের ছবি তুলছিলেন। জানালেন, শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। আন্দোলন শুরুর পর থেকে তাদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারপরও তারা তাদের (শিক্ষার্থী) সঙ্গে আছেন।’

তিনি বলেন, ‘আমাদের ভাইবোন, ছেলেমেয়ে পরবর্তী প্রজন্মের যারা মেধাবী রয়েছে তাদের যেন আগামীতে কোনও সমস্যায় পড়তে না হয়, এটাই চাই।’ এ সময় কোটা তুলে দেওয়ার পক্ষে মত দেন তিনি। একইভাবে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একমত পোষণ করে দুর্ভোগে থাকা অনেক যাত্রী।

শুধু যাত্রী নয়, গাড়িচালক থেকে শুরু করে সংশ্লিষ্টরা শিক্ষার্থীদের সঙ্গে সহমত পোষণ করেন। তবে তাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে যেন এই সমস্যার সমাধান করা হয়। এজন্য সরকারের হস্তক্ষেপের কামনা করেন তারা।

অবরোধ চলাকালে ৫টি স্থানে চেকপোস্ট বসিয়ে সাধারণ যানবাহন চলাচলে বাধা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে রোগীবাহী অ্যাম্বুলেন্স ও গাড়ি এবং পচনশীল মালামাল বহনকারী গাড়ি ছেড়ে দেওয়া হয়। এদিকে, একই দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা অবরোধ করে বিক্ষোভ করছে সরকারি বিএম কলেজের শিক্ষার্থীরা।

/কেএইচটি/
সম্পর্কিত
সমন্বয়ক পরিচয়ে চিকিৎসককে মারধরের অভিযোগতারাগঞ্জে দ্বিতীয় দিনের মতো চলছে চিকিৎসকদের কর্মবিরতি, রোগীদের দুর্ভোগ
আশাশুনিতে বিকল্প বাঁধে স্বস্তি, পানিবন্দি কয়েক হাজার মানুষ
দিনে গরম রাতে শীত, এ কেমন আবহাওয়া?
সর্বশেষ খবর
বায়তুল মোকাররম থেকে যমুনার পথে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা
বায়তুল মোকাররম থেকে যমুনার পথে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা
বাসে উঠতে গিয়ে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ গেলো দুজনের
বাসে উঠতে গিয়ে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ গেলো দুজনের
ভারত-পাকিস্তান সংঘাতে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত
ভারত-পাকিস্তান সংঘাতে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত
ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ