X
শনিবার, ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২

আ.লীগ ভারতের সঙ্গে গোপনে চুক্তি করেছে: চরমোনাই পীর

পটুয়াখালী প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৩আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৩

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (চরমোনাই পীর) বলেছেন, ‘গত ৫৩ বছরে বিশেষ করে- ৭১ থেকে শুরু করে গঠিত সরকারে থাকা দলগুলো দেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে পাশের (ভারত) রাষ্ট্রকে খুশি করেছে। গোপনে চুক্তি করা হয়েছে। ট্রানজিটের নামে করিডর দেওয়া হয়েছে। তাদের সুবিধার জন্য সব কিছু করা হয়েছে। আর এই কাজগুলো করেছে আওয়ামী লীগ সরকার।’

সোমবার (১০ ফেব্রুয়ারি) শেষ বিকালে পটুয়াখালী কলাপাড়া পৌরশহরের কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেন, ‘বৈষম্য বিরোধী আন্দোলনে  ছাত্ররা ন্যায্য দাবি আদায়ে যখন আওয়াজ তুলেছিল তখন কেউ সাহস করে পাশে দাঁড়ায়নি। একমাত্র একটি রাজনৈতিক দল সর্বপ্রথম ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানার নিয়ে আমার নেতৃত্বে রাস্তায় দাঁড়িয়েছি। বিগত সরকার পাঠ্য বইতে নাস্তিকের থিওরি অন্তর্ভুক্ত করেছে। আমরা যখন শান্তি প্রতিষ্ঠার জন্য মাঠে-ময়দানে কাজ করেছি, তখন ভারত থেকে অপপ্রচার চালানো হয়েছে।’ তাই একত্রিত হয়ে ইসলামের সুফল কী তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের এক যোগে কাজ করার আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মুহাম্মাদ মাহবুবুর রহমান, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মুহাম্মাদ সিরাজুল ইসলাম, পটুয়াখালী জেলা সেক্রেটারি নজরুল ইসলাম, সহসভাপতি সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, কলাপাড়া উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, সহসভাপতি অ্যাডভোকেট জেড এম কাওসার, নাইমুল ইসলাম, সেক্রেটারি মুনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুজ্জামান ইউসুফ প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
সন্ত্রাস ও চাঁদাবাজি বেড়ে গেছে, নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার: ইসলামী আন্দোলন
দেশের মানুষ চায় ইসলামি শক্তি ক্ষমতায় আসুক: মুফতি রেজাউল করীম
রাজনীতির আলোচনার মঞ্চে এক নেতার বিয়ে পড়ালেন চরমোনাই পীর
সর্বশেষ খবর
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ: উইকেট কেমন হচ্ছে?
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ: উইকেট কেমন হচ্ছে?
জামায়াতকে নাম পরিবর্তনের পরামর্শ ফরহাদ মজহারের
জামায়াতকে নাম পরিবর্তনের পরামর্শ ফরহাদ মজহারের
হাসপাতালে জামায়াতের আমির, দেখতে যাচ্ছেন মির্জা ফখরুল
হাসপাতালে জামায়াতের আমির, দেখতে যাচ্ছেন মির্জা ফখরুল
চকরিয়ায় এনসিপির পদযাত্রায় বিএনপির বাধা
চকরিয়ায় এনসিপির পদযাত্রায় বিএনপির বাধা
সর্বাধিক পঠিত
কেন লাল কাপড়ে ঢেকে দেওয়া হলো আবু সাঈদ স্ট্রিট মেমোরি স্ট্যাম্প?
কেন লাল কাপড়ে ঢেকে দেওয়া হলো আবু সাঈদ স্ট্রিট মেমোরি স্ট্যাম্প?
জামায়াতের সমাবেশে কারা যাচ্ছেন
জামায়াতের সমাবেশে কারা যাচ্ছেন
হাইকোর্টে বিচারপতি নিয়োগে প্রথমবারের মতো নেওয়া হলো ভাইভা
হাইকোর্টে বিচারপতি নিয়োগে প্রথমবারের মতো নেওয়া হলো ভাইভা
ঢাকায় সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াতের উপজেলা আমির নিহত
ঢাকায় সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াতের উপজেলা আমির নিহত
‘মোহামেডান বলেছে দরকার নেই, তাই আবাহনীতে গিয়েছি’
‘মোহামেডান বলেছে দরকার নেই, তাই আবাহনীতে গিয়েছি’