X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড়, খালি নেই হোটেল-মোটেল

কাজী সাঈদ, কুয়াকাটা
২১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১০আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১০

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ সরকারি দুই দিনের ছুটিকে কেন্দ্র করে সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন হাজার হাজার পর্যটক। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল থেকে আসা পর্যটকের পদচারণায় এখন মুখরিত হয়ে উঠেছে দীর্ঘ ২২ কিলোমিটার সমুদ্র সৈকত।

আগত পর্যটকরা সৈকতের নোনা জলে গা ভাসিয়ে আনন্দ উল্লাসে মেতেছেন। অনেকে আবার প্রিয়জনকে সঙ্গে নিয়ে সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। অনেকে আবার ঘোড়াসহ বিভিন্ন বাহনে চরে ঘুরছেন সৈকতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত। আগত পর্যটকদের ভিড়ে বুকিং রয়েছে শতভাগ হোটেল-মোটেল। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। মৌসুমের শেষ সময়ে পর্যটকের এমন ভিড়ে উচ্ছ্বসিত রয়েছেন ব্যবসায়ীরা। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট, থানা ও নৌ-পুলিশের সদস্যরা তৎপর রয়েছে।

বেঞ্চি ব্যবসায়ী আবির বলেন, শীত কমে গেছে, আবার একুশে ফেব্রুয়ারির বন্ধ মিলে এ সপ্তাহে পর্যটকদের উপস্থিতি বেশ ভালো। মৌসুমের শেষ দিকে পর্যটকের আগমনে আমরা খুশি।

সাউদ বিচ হোটেলের স্বত্বাধিকারী সোহেল মিয়া বলেন, আজকে প্রচুর পর্যটক এসেছে। এভাবে বেশকিছু দিন পর্যটক থাকবে। আমার হোটেলের শতভাগ রুম বুকিং রয়েছে।

ঢাকা থেকে আসা পর্যটক আলাউদ্দিন বাবু বলেন, কুয়াকাটা খুব সুন্দর একটি সমুদ্র সৈকত। তবে এখানে এক্সক্লুসিভ ট্যুরিজম, ওয়াচ টাওয়ার করা খুবই জরুরি। তার সঙ্গে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত সিক্সলেন মহাসড়কটি করলে পায়রা বন্দর ও কুয়াকাটা পর্যটন উভয় ক্ষেত্রে লোকজন বাড়বে।

কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড়, খালি নেই হোটেল-মোটেল

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ বলেন, শীত চলে যাওয়ায় আজকে বিপুল সংখ্যক পর্যটকের আগমন ঘটেছে। এভাবে পর্যটক আসলে পেছনের লোকসান ঘুচিয়ে পর্যটন ব্যবসায়ীরা লাভের মুখ দেখবে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান বলেন, কুয়াকাটায় ঘুরতে আসা সব পর্যটকদের সেবায় আমরা সার্বক্ষণিক প্রস্তুত আছি। একুশে ফেব্রুয়ারি ও সাপ্তাহিক দুই দিনের ছুটিতে কুয়াকাটায় ব্যাপক পর্যটকের আগমন ঘটেছে। তাদের সেবায় ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। বিভিন্ন টিমে ভাগ হয়ে পুলিশ দায়িত্ব পালন করছে। আমাদের মোবাইল টিম মাঠে কাজ করছে। সার্বক্ষণিক মাইকিং করে পর্যটকদের সকল বিষয়ে সচেতন করা হচ্ছে।

মহিপুর থানার ওসি তরিকুল ইসলামের বলেন, আমার মনে হয় আজকে এ বছরের সবচেয়ে বেশি পর্যটকের আগমন ঘটেছে। কুয়াকাটা পর্যটন পুলিশের সঙ্গে থানা পুলিশ পর্যটকদের নিরাপত্তায় মাঠে আছে।

/এফআর/
সম্পর্কিত
নানা কারণে স্থবির খাগড়াছড়ির পর্যটন, ক্ষতির মুখে হোটেল ও পরিবহন
এয়ার টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে আটাবের প্রতিবাদ
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
সর্বশেষ খবর
যমুনার সামনে মঞ্চ তৈরির ঘোষণা
যমুনার সামনে মঞ্চ তৈরির ঘোষণা
মোহাম্মদপুরে ব্যবসায়ীর বাসায় গুলি: যুবদল নেতা হাসান মাহমুদ মাদকসহ গ্রেফতার
মোহাম্মদপুরে ব্যবসায়ীর বাসায় গুলি: যুবদল নেতা হাসান মাহমুদ মাদকসহ গ্রেফতার
আ.লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে চট্টগ্রামে বিক্ষোভ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে চট্টগ্রামে বিক্ষোভ
নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর বাড়ির অভিমুখে পুলিশ, এলাকাবাসীর বাধা
নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর বাড়ির অভিমুখে পুলিশ, এলাকাবাসীর বাধা
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ