X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে আদালতের সামনে অবস্থান

বরিশাল প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৫, ১৩:০৫আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৩:০৫

বরিশাল সিটি করপোরেশনের পঞ্চম পরিষদের নির্বাচনের ফলাফল বাতিল করে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে জেলা ও দায়রা জজ আদালতের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এর আগে নগরীতে গণমিছিল বের করা হয়।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম ইসলামী ‍আন্দোলন বাংলাদেশের নায়েবে ‍আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের ভাই।

রবিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বরিশাল সিটি করপোরেশনের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সকালে ৩০টি ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সদর রোডে জড়ো হয় ইসলামী ‍আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপক অনিয়ম করে শেখ হাসিনার ফুফাতো ভাই খোকন সেরনিয়াবাতকে মেয়র ঘোষণা দেওয়া হয়। কিন্তু ওই নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ফয়জুল করিম মেয়র নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে জনগণের সরকার দেশ পরিচালনায় থাকায় তারা সুষ্ঠু বিচারের আশায় মামলা দায়ের করেছেন। সেখান থেকে ফয়জুল করিমকে মেয়র হিসেবে ঘোষণার দাবি জানান তারা।

এরপর টাউন হলের সামনে থেকে বের হওয়া গণমিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে জেলা ও দায়রা জজ আদালতের প্রধান গেটে অবস্থান নেন তারা। বিক্ষোভকারীরা ফয়জুল করিমকে মেয়র হিসেবে ঘোষণার দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন। সেখানে কিছুক্ষণ অবস্থান নিয়ে তাদের কর্মসূচি শেষ করেন।

গেলো ১৭ এপ্রিল বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালত ও সিটি নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন মুফতি ফয়জুল করিম। মামলায় তিনি নির্বাচনের ফলাফল বাতিল করে তাকে বিজয়ী ঘোষণার আবেদন জানান।

প্রসঙ্গত, ২০২৩ সালে ১২ জুন বরিশাল সিটি করপোরেশনের পঞ্চম পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত পান ৮৭ হাজার ৮০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের ফয়জুল করিম হাতপাখা প্রতীকে ভোট পেয়েছিলেন ৩৩ হাজার ৮২৮টি। ৫৩ হাজার ভোটের ব্যবধানে ফয়জুল করিম পরাজিত হয়েছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
ফয়জুল করীমকে বরিশাল সিটির মেয়র ঘোষণা করতে আদালতে মামলা
বরিশাল সিটি করপোরেশন এক নোটিশে ১৩৪ কর্মচারীকে ছাঁটাই
দায়িত্ব গ্রহণ করে মেয়র বললেন, ‘সিটি করপোরেশনের ৩০০ কোটি টাকা বকেয়া’
সর্বশেষ খবর
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন