X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১
বরিশাল সিটি করপোরেশন 

এক নোটিশে ১৩৪ কর্মচারীকে ছাঁটাই

সালেহ টিটু, বরিশাল
০৮ ডিসেম্বর ২০২৩, ২২:৩৯আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ২২:৩৯

গত ১৪ নভেম্বর বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়রের দায়িত্ব নিয়েছিলেন আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। মেয়রের এক মাস পূর্ণ না হতেই এক নোটিশে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া ১৩৪ কর্মচারীকে ছাঁটাই করেছে সিটি করপোরেশন। পাশাপাশি আরও ৫১ জনের মোবাইলে বার্তা দিয়ে চাকরিচ্যুত করা হয়েছে। 

সিটি করপোরেশনের কর্মকর্তারা বলছেন, সিটি করপোরেশনকে আর্থিক সংকটে এবং মেয়রকে বিব্রতকর অবস্থায় ফেলতে অনিয়মতান্ত্রিকভাবে নিয়োগ দেওয়া কর্মীদের ছাঁটাই করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। নোটিশে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া ১৩৪ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি ৫১ জনের মোবাইলে বার্তা দিয়ে অফিসে না আসার জন্য বলা হয়েছে। এদের বেশিরভাগ কর্মচারী সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সঙ্গে মোটরসাইকেল বহরে থেকে বেতন-ভাতা নিচ্ছিলেন। তারা আসলে সিটি করপোরেশনের কোনও কাজ করছেন না। 

মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের একান্ত সহকারী রুবেল হাওলাদার বলেন, ‘প্রশাসন, হাটবাজার, পরিচ্ছন্নতা, ভান্ডার, বিদ্যুৎ, জন্মনিবন্ধন, প্রকৌশল, সিটি নিরাপত্তা, কর আদায়, সম্পত্তি, বাণিজ্য ও জনসংযোগ শাখায় এসব কর্মচারী এবং শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছিল। বেশিরভাগ কর্মচারী সাবেক মেয়রের মোটরসাইকেলের বহরে থেকে ঘোরাঘুরি করে মাস শেষে বেতন নিতেন। বর্তমান মেয়র নভেম্বর মাসে দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পর যাতে আর্থিক সংকট থেকে শুরু করে বিব্রতকর অবস্থায় পড়েন এজন্য আগস্ট-সেপ্টেম্বর মাসে ৩০০ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল। নিয়োগ দিয়েই দায়িত্ব শেষ করেননি সাবেক মেয়র। তাদের দুই মাসের বেতন অগ্রিম দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে জনপ্রতি ১০ হাজার টাকা করে ১৮ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হয়। এতে সিটি করপোরেশন আর্থিক সংকটে পড়ে।’
 
রুবেল হাওলাদার বলেন, ‘বর্তমান মেয়র দায়িত্ব নেওয়ার পর ওসব কর্মচারী ও শ্রমিকের বেতন নেওয়ার বিষয়টি জানেন। কিন্তু তাদের সিটি করপোরেশনের কোনও কার্যক্রমে দেখা যায়নি। এরপর মেয়র তদন্ত করে জানতে পারেন, ওসব কর্মচারী সাবেক মেয়রের পেছনে ঘোরাঘুরি করে বেতন নিচ্ছেন। তাদের কারণে সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগে কার্যক্রম পরিচালনায় সমস্যা সৃষ্টি হচ্ছে। এছাড়া সাবেক মেয়র কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাসহ ১৯ কোটি টাকা বকেয়া রেখে যান। আর্থিক সংকট কমিয়ে আনতে সিটি করপোরেশনের আইন অনুযায়ী ১৩৪ কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। পাশাপাশি আরও ৫১ জনের মোবাইলে বার্তা দিয়ে বেতন বন্ধের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।’

মেয়রের একান্ত সহকারী আরও বলেন, ‘সাদিক আব্দুল্লাহ দায়িত্বে থাকাকালীন নিয়মিত ৩১ কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করেছেন; যা নিয়মের মধ্যে পড়ে না। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে প্রধান নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এক্ষেত্রে বিসিসির আইন মানা হয়নি। তাদের বিরুদ্ধে কোনও ধরনের তদন্তও করা হয়নি। অনেককে আবার ওএসডি করে রাখা হলেও ভাতা দেননি। অব্যাহতি পাওয়া ৩৯ কর্মকর্তা-কর্মচারীকে ইতোমধ্যে কাজে ফেরানো হয়েছে। তবে আমরা যাদের ছাঁটাই করেছি, সিটি করপোরেশনের আইন অনুযায়ী করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্তও করা হয়েছে।’

এ ব্যাপারে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার বলেন, ‘যাদের বাদ দেওয়া হয়েছে তাদের দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল। এতে কর্মচারীর সংখ্যা প্রয়োজনের তুলনায় দ্বিগুণ হয়ে যায়। তারা কোনও কাজ করতো না। এ কারণে নিয়ম মেনে বাদ দেওয়া হয়েছে। আগে যাদের অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়েছিল, তাদের নিয়োগ দিয়ে নগরবাসীর সেবার কাজে লাগানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
দায়িত্ব গ্রহণ করে মেয়র বললেন, ‘সিটি করপোরেশনের ৩০০ কোটি টাকা বকেয়া’
মেয়রের দায়িত্ব নেওয়ার আগেই চ্যালেঞ্জের মুখে খোকন সেরনিয়াবাত
প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন ৫ সিটি মেয়র
সর্বশেষ খবর
সংকটে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
সংকটে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
উড়ন্ত জয়ে ইউরোপা লিগে খেলার সম্ভাবনা বাড়ালো চেলসি
উড়ন্ত জয়ে ইউরোপা লিগে খেলার সম্ভাবনা বাড়ালো চেলসি
গলা থেকে বড়শি খুলে নিয়েছেন, কথা বলতে চেষ্টা করবো: সংসদে লতিফ সিদ্দিকী
গলা থেকে বড়শি খুলে নিয়েছেন, কথা বলতে চেষ্টা করবো: সংসদে লতিফ সিদ্দিকী
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের