X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

কেন্দ্রে হিজাব না খোলায় ৪ পরীক্ষার্থীর খাতা কেড়ে নেওয়ার অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৫, ০৯:৩৪আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০৯:৩৪

পটুয়াখালীতে দাখিল পরীক্ষার কেন্দ্রে হিজাব না খোলায় চার ছাত্রীর পরীক্ষার খাতা নির্ধারিত সময়ের আগে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে বাউফল উপজেলার ছালেহিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে হাদিস বিষয়ের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

কেন্দ্র পরিদর্শনে আসা ট্যাগ অফিসার চার হিজাব পরা ছাত্রীকে মুখ না খোলার কারণে তাদের উত্তরপত্র কেড়ে নিয়ে যান। একজন ছাত্রীর কান্নার পর তার খাতা ফেরত দিলেও বাকি তিন জনের খাতা আর ফেরত দেওয়া হয়নি।

জানা গেছে, বাউফলের ছালেহিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে এ বছর মোট ১৭২ শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছেন। এই কেন্দ্রের ট্যাগ অফিসার ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) প্রকল্প কর্মকর্তা তুরাল প্রামাণিক। বুধবার হাদিস বিষয়ের পরীক্ষা চলাকালে দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে কেন্দ্রের উত্তর ভবনের দ্বিতীয় তলার পশ্চিম পাশের কক্ষে ঢুকে ট্যাগ অফিসার সব পরীক্ষার্থীকে হিজাব খোলার নির্দেশ দেন।

উপস্থিত শিক্ষার্থীরা জানান, হঠাৎ একজন কালো পোশাক পরা পুরুষ কর্মকর্তা রুমে ঢুকে সবাইকে মুখ দেখাতে বলেন। অনেক ছাত্রী আপত্তি জানালেও তাকে থামানো যায়নি। চার ছাত্রী মুখ না খোলায় তাদের খাতা কেড়ে নেওয়া হয়। একজন কান্নাকাটি শুরু করলে কিছু সময় পর তার খাতা ফিরিয়ে দেওয়া হয়। বাকি তিন জনের খাতা ফেরত দেওয়া হয়নি।

এক পরীক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমি ৮০ নম্বরের উত্তর লিখেছি। হিজাব না খোলার কারণে তিনি আমার খাতা নিয়ে গেছেন। এটা আমাদের ধর্মীয় অধিকার লঙ্ঘন করা হয়েছে।

এ বিষয়ে কেন্দ্র সচিব ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নজিরুল হক বলেন, এ ধরনের কোনও ঘটনা ঘটেনি। আজ কোনও ম্যাজিস্ট্রেট পরীক্ষা কেন্দ্রে ছিল না, শুধু ট্যাগ অফিসার ছিলেন।

অপরদিকে ট্যাগ অফিসার তুরাল প্রামাণিক বলেন, আমি কোনও শিক্ষার্থীর খাতা নেইনি, হিজাব খোলার প্রশ্নই আসে না। তবে কেন্দ্রের অধ্যক্ষ কয়েকজন ছাত্রীকে হিজাব খুলতে বলেছেন, তারা ভুয়া কিনা যাচাই করার জন্য।

এ বিষয়ে জানতে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলামের মোবাইল ফোনে কল দিয়ে পাওয়া যায়নি।কেন্দ্রে হিজাব না খোলায় ৪ পরীক্ষার্থীর খাতা কেড়ে নেওয়ার অভিযোগ

/এফআর/
সম্পর্কিত
ইসলামপুরে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে ৮ শিক্ষক বহিষ্কার
গাইবান্ধায় মা-বাবাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ৩ ঘণ্টা পর উদ্ধার
রাস্তায় হামলার শিকার, পেটে-হাতে সেলাই নিয়ে পরীক্ষাকেন্দ্রে দুই এসএসসি পরীক্ষার্থী
সর্বশেষ খবর
হাওরে ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক
হাওরে ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’