X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

পটুয়াখালীতে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি
০৭ মে ২০২৫, ২১:৫৬আপডেট : ০৭ মে ২০২৫, ২২:১৮

পটুয়াখালীতে এক তরুণীকে (১৯) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই তরুণীর বাবা বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও তিন জনকে আসামি করে সদর থানায় মামলায় করেছেন। এরই মধ্যে ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার এজাহারভুক্ত পাঁচ আসামি হ‌লো মো. রাসেল মিঠু (৩০), মো. মিরাজ (২৮), মো. রানা চৌকিদার (৩০), মো. নাজমুল (২২) ও মো. শামীম মৃধা (২৫)।

পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণীকে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

ভুক্তভোগী তরুণী জানিয়েছেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়ি থেকে রাস্তার অপর পাশে চাচার বাড়ি যাচ্ছিলেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন যুবক মুখ চেপে ধরে তাকে তুলে নিয়ে যায়। পরে বাড়ির পাশে একটি খালের পাড়ে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণে পাঁচ-ছয় যুবক অংশ নেয়। এর মধ্যে মিঠু ও মিরাজকে চিনতে পেরেছেন। মামলার অপর আসামিরা তাকে আগে থেকে হয়রানি করতো।

পটুয়াখালী হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সেঁজুতি সরকার বলেন, ‌‘ভুক্তভোগী তরুণীর মঙ্গলবার রাতে মেডিক্যাল পরীক্ষা করা হয়। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট অপেক্ষমাণ, যে কারণে ধর্ষণের বিষয়ে এখনই চূড়ান্ত মতামত দেওয়া সম্ভব নয়। রিপোর্ট এলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ বলেন, ‘মঙ্গলবার রাতেই তরুণীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করা হয়। প্রাথমিকভাবে ধর্ষণের সত্যতা রয়েছে বলে চিকিৎসক আমাকে জানিয়েছেন। রাতেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাকৃত একজনের নাম মিঠু। অপরজনের নাম এই মুহূর্তে বলা সম্ভব নয়। এ ঘটনায় তরুণীর বাবা বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও তিন জনকে আসামি করে মামলা করেছেন। অভিযুক্ত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
ট্রেনে ঘুরে ঘুরে ক্লান্ত, অবশেষে থানায় এসে আসামির আত্মসমর্পণ
সারা দেশে গ্রেফতার ১ হাজার ৫৩৮ জন
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
সর্বশেষ খবর
ট্রেনে ঘুরে ঘুরে ক্লান্ত, অবশেষে থানায় এসে আসামির আত্মসমর্পণ
ট্রেনে ঘুরে ঘুরে ক্লান্ত, অবশেষে থানায় এসে আসামির আত্মসমর্পণ
কেন সুপারহিট ‘লিও’ ছেড়েছিলেন সাই পল্লবী?
কেন সুপারহিট ‘লিও’ ছেড়েছিলেন সাই পল্লবী?
খাটের ওপর পড়ে ছিল আইনজীবীর মরদেহ
খাটের ওপর পড়ে ছিল আইনজীবীর মরদেহ
সারা দেশে গ্রেফতার ১ হাজার ৫৩৮ জন
সারা দেশে গ্রেফতার ১ হাজার ৫৩৮ জন
সর্বাধিক পঠিত
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
র‌্যাব কর্মকর্তার লাশ উদ্ধার, চিরকুটে লেখা ‘আমার মৃত্যুর জন্য আমিই দায়ী’
র‌্যাব কর্মকর্তার লাশ উদ্ধার, চিরকুটে লেখা ‘আমার মৃত্যুর জন্য আমিই দায়ী’
বাংলাদেশে ঢুকে পড়া ৬৬ ভারতীয় আটক, সবাই গুজরাটের বাসিন্দা
বাংলাদেশে ঢুকে পড়া ৬৬ ভারতীয় আটক, সবাই গুজরাটের বাসিন্দা