X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

হলমার্ক কেলেঙ্কারি: সোনালী ব্যাংকের সাবেক এজিএম গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০১৭, ২০:০২আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ২০:৪৪


সাবেক এজিএম মো. কামরুল হোসেন বহুল আলোচিত হলমার্ক কেলেঙ্কারি মামলায় আত্মগোপনকারী সোনালী ব্যাংকের সাবেক এজিএম মো. কামরুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঘোড়াধারি গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।



মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) মো. শহীদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ  মঙ্গলবার ভোরে সোর্সের তথ্যের ভিত্তিতে মতলব দক্ষিণ থানা পুলিশ সোনালী ব্যাংকের সাবেক এজিএম কামরুল হোসেন খানের বাড়ি বেরিকেট দেয়। এ সময় কামরুল ইসলাম তার অন্য ভাইদের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে মিটিং করছিলেন। এজিএম কামরুল ইসলাম ও তার অন্য ভাইদের চেহারা প্রায় একই রকম হওয়ায় পুলিশ বিব্রত হয়ে পড়ে। চারজনের মধ্যে সন্দেহজনক একজনকে আটকের পর কামরুল ইসলাম নিজের পরিচয় দেন। পরে বাকিদের ছেড়ে দিয়ে পুলিশ কামরুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে ২০১২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ১৯টি মামলা রমনা থানায় দায়ের করা হয় এবং এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আত্মগোপনে থাকার কারণে তাকে এতোদিন গ্রেফতার করা যায়নি।

মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) মো. শহীদুল ইসলাম জানান, আটক ব্যক্তি জানিয়েছেন তিনি সোনালী ব্যাংকের সাবেক এজিএম-এর দায়িত্বে ছিলেন। তিনি গোপনে বাড়িতে আসা যাওয়া করতেন। তাকে আজ ভোরে সোর্সের তথ্যের ভিত্তিতে আটক  করা হয়। দুপুরে তাকে চাঁদপুরের আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/বিটি/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি