X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

শোক-ভালোবাসায় মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণ

চট্টগ্রাম ব্যুরো
১২ জুলাই ২০১৭, ০৭:০৪আপডেট : ১২ জুলাই ২০১৭, ০৭:০৮

 

মিরসরাই ট্র্যাজেডির ছয় বছরপূর্তিতে শোক আর ভালোবাসায় নিহতদের স্মরণ করা হয়েছে।  গত পাঁচ বছরের মতো এবারও দিনটিকে ঘিরে পালিত হয়েছে বিভিন্ন কর্মসূচি। এসব আয়োজনে নিহত শিক্ষার্থীদের স্বজন,  সহপাঠী ও স্থানীয়রা অংশ নিয়েছেন।

ফাইল ছবি ঢাকা ট্রিবিউন

২০১১ সালের ১১ জুলাই মিরসরাই সদর স্টেডিয়ামে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে খেলা দেখে ও জয়ের আনন্দ নিয়ে একটি মিনিট্রাকে চড়ে বাড়ি ফিরছিলেন ৮০জন শিক্ষার্থী। এ সময় বড়তাকিয়া-আবুতোরাব সড়কের সৈদালী নামক স্থানে আসার পর চালকের গাফিলতির কারণে ট্রাকটি উল্টে গিয়ে খাদে পড়ে। এত ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন ৩৭জন শিক্ষার্থী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও পাঁচ শিক্ষার্থী। এরপর থেকেই প্রতিবছর বিভিন্ন কমসূচির মধ্যদিয়ে নিহতদের স্মরণ করে আসছেন মিরসরাইবাসী।

আবু তোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদিক জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ৮টায় কালো ব্যাচ ধারণ করেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। এরপর নিহতদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণে স্থাপিত স্মৃতিরবেদী ‘আবেগ’ এবং ঘটনাস্থলের স্মৃতিরবেদী ‘অন্তিম’ এ ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

এর আগে স্কুল প্রাঙ্গণ থেকে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঘটনাস্থলের ‘অন্তিম’ এ গিয়ে শেষ হয়। দুপুর ১২টায় স্কুল প্রাঙ্গণে শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

/এএ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ