X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ফেনীছড়া নদীর ভাঙনে কমে যাচ্ছে বাংলাদেশের ভূখণ্ড

জসিম মজুমদার, খাগড়াছড়ি
২০ জুলাই ২০১৭, ০৯:২২আপডেট : ২০ জুলাই ২০১৭, ০৯:২২

ফেনীছড়া নদীতে ভাঙন (ছবি: খাগড়াছড়ি প্রতিনিধি) ফেনীছড়া নদীর করাল গ্রাস যেন থামছেই না। প্রতি বছরই ফেনীছড়া নদীর ভাঙনে বিলীন হচ্ছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বিস্তীর্ণ জনপদ। নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি। ফলে কমে যাচ্ছে বাংলাদেশের ভূখণ্ড, আর ছোট হয়ে আসছে সীমান্ত। এবারের টানা বর্ষণেও তার ব্যতিক্রম ঘটেনি।

পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীন আমতলী বিওপি এলাকায় ঘুরে দেখা গেছে, বিস্তীর্ণ ফসলি জমি পানির তোড়ে ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। একইভাবে ভাঙন অব্যাহত রয়েছে দেওয়ানবাজার ও অযোধ্যা সীমান্ত এলাকায়। টানা বর্ষণে ইতোমধ্যে বাংলাদেশের প্রায় এক কিলোমিটার নদীগর্ভে তলিয়ে গেছে বলে জানা গেছে। দেওয়ানবাজার এলাকায় পলাশপুর জোন অধিনায়ক লে. কর্নেল মো. খালিদ আহমেদ পিএসসি’র উদ্যোগে ব্লক স্থাপনের মাধ্যমে ভাঙনরোধের চেষ্টা করা হচ্ছে। তবে তা কোনও কাজে আসছে না। ফেনীছড়া নদীতে ভাঙন (ছবি: খাগড়াছড়ি প্রতিনিধি)

স্থানীয় কৃষক শাহ এমরান ও মনির হোসেন বলেন, ‘ফেনীছড়া নদীর ভাঙনে দিন দিন বাংলাদেশের ভূখণ্ড নদীতে তলিয়ে যাচ্ছে। এতে আমাদের জমি কমে যাচ্ছে। নদীগর্ভে বিলীন হচ্ছে আমাদের অনেক কষ্টে বোনা ফসল। ফেনীছড়া নদীর ভাঙন রোধে সরকারের জরুরি উদ্যোগ প্রয়োজন।’

আমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল গণি বলেন, ‘অব্যাহত ভাঙনের বিষয়টি পলাশপুর জোন কমান্ডার ও মাটিরাঙ্গা  উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছি। বাংলাদেশের ভূ-খণ্ড রক্ষায় নদীর তীরবর্তী এলাকায় জরুরি ভিত্তিতে ব্লক স্থাপনের উদ্যোগ নেওয়া দরকার।’ ফেনীছড়া নদীতে ভাঙন (ছবি: খাগড়াছড়ি প্রতিনিধি)

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)  বিএম মশিউর রহমান বলেন, ‘খবর পেয়ে আমি ভাঙন কবলিত এলাকাগুলো পরিদর্শন করে ছবিসহ জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছি। জেলা প্রশাসক ভাঙন রোধে প্রকল্প গ্রহণের জন্য সহায়তা চেয়ে পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দিয়েছেন। আশা করছি শিগগিরই কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।’

ইতোমধ্যেই অনেক সীমান্ত পিলার নদীগর্ভে বিলীন হয়ে গেছে উল্লেখ করে পলাশপুর বিজিবির জোন কমান্ডার লে. কর্নেল মো. খালিদ আহমেদ পিএসসি জানান, দেওয়ানবাজার এলাকায় বিজিবির উদ্যোগে ভাঙনরোধে ব্লক স্থাপন করা হয়েছে। তবে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের কার্যকরী উদ্যোগ নেওয়া প্রয়োজন। ফেনীছড়া নদীতে ভাঙন (ছবি: খাগড়াছড়ি প্রতিনিধি)

ভাঙতে ভাঙতে নদী বাংলাদেশের অনেক ভেতরে চলে এসেছে দাবি করে তিনি বলেন, ‘অবিলম্বে ভাঙনরোধ করা না গেলে স্থানীয় কৃষকদের ফসলি জমি নদীগর্ভে হারিয়ে যাবে।’

পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মোশাররফ হোসেন এ বিষয়ে বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাবো। এরপরে ব্যবস্থা নেবো।’

/বিএল/এফএস/ 

আরও পড়ুন- হার্টের রিং বিক্রি হচ্ছে সরকারি দামেই, তবে…

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
‘সম্পত্তির লোভে’ মনজিলকে হত্যা: ৭ বছরেও শেষ হয়নি বিচার
‘সম্পত্তির লোভে’ মনজিলকে হত্যা: ৭ বছরেও শেষ হয়নি বিচার
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
বজ্রাঘাতে তিন জেলায় ৬ জনের মৃত্যু
বজ্রাঘাতে তিন জেলায় ৬ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে