X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

সেলিব্রিটি লিগে পোশাক ও অঙ্গভঙ্গির বিষয়ে ৬ অভিনেত্রী-মডেলকে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২৫, ১৯:২৬আপডেট : ১৪ মে ২০২৫, ১৯:২৬

সেলিব্রিটি লিগের নামে অশ্লীলতা ছড়ানোর জবাব চেয়ে আয়োজক, অভিনেত্রী-মডেলদের আইনি নোটিশ পাঠানো হয়েছে। পরিচালক ও মেন্টর প্রবীন রহমান চৌধুরী, গিয়াস উদ্দিন সেলিম, তানিম রহমান অংশু, অভিনেত্রী মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, মডেল শাম্মি ইসলাম নিলা এবং আলিশাকে এই নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (১৪ মে) লিগ্যাল সাপোর্ট ‘ল’ ফার্মের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাকির হোসেন এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়েছে, বাংলাদেশের মানুষ ক্রিকেটপ্রেমি। ক্রিকেটের প্রতি আবেগপ্রবণ, তাই বাংলাদেশের ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিরাও ক্রিকেট খেলা পছন্দ করে এবং ক্রিকেট নিয়ে নানান কৌতূহল থাকে। জাতীয় পর্যায়ে ক্রিকেট ম্যাচ থেকে শুরু করে ঘরোয়া লিগের সব ক্রিকেট খেলাই শিশু থেকে বয়স্ক সবাই পরিবারকে নিয়ে খেলা দেখে এবং দেখার ইচ্ছে করে। তবে যদি হয় সেই ক্রিকেট ম্যাচ সেলিব্রেট নিয়ে— তাহলে সাধারণ জনগনের মাঝে আরও কৌতূহল থাকে ক্রিকেট ম্যাচ দেখার, হোক সেটা সরাসরি কিংবা অনলাইনে। বর্তমানে আমরা দেখতে পেয়েছি— সেলিব্রেটি ক্রিকেট লিগ ২০২৫ টুর্নামেন্ট ছাড়া হয়েছে। সেখানে বাংলাদেশের বিভিন্ন মডেলসহ ছোট ও বড় পর্দার অভিনেত্রীরা অংশগ্রহণ করছেন। কিন্তু এই সেলিব্রেটি ক্রিকেট লিগে ৪-৮ নম্বর নোটিশ গ্রহীতারা (অভিনেত্রী মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, মডেল শাম্মি ইসলাম নিলা এবং আলিশা) তাদের শালীনতা বজায় না রেখে অশালীন অঙ্গ ভঙ্গিসহ ক্রিকেট খেলার জন্য বা প্রস্তুতি নেওয়ার জন্য, সঠিক ড্রেস না পরে ছোট ছোট ড্রেস পরে ক্রিকেট খেলার নামে সমাজে ছোট বড় সবার মাঝে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছেন— যা ক্রিকেটপ্রেমিদের মনে বিরূপ প্রতিক্রিয়া ফেলছে। ফলে সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে এবং ৭ নম্বর অভিনেত্রী (মারুফা আক্তার জামান) নিজেও ইন্টারভিউতে বলেছেন, ফিগার যদি না দেখাতে পারে তাহলে কীভাবে হলো। অতএব, বুঝা যাচ্ছে, ক্রিকেটের নামে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছেন অভিনেত্রীরা, যা সমাজের জন্য ক্ষতিকারণ এবং ক্রিকেটকে কলঙ্কিত করা হচ্ছে।

নোটিশে আরও বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশে বেশিরভাগ মানুষ মুসলিম এবং ইসলামকে ধারণ করেন, তাই সেলিব্রেটি ক্রিকেট লিগ নামে অশ্লীলতাকে ছড়িয়ে না দিয়ে সেলিব্রেটি ক্রিকেট লিগের সব খেলোয়ারদের শালীন ড্রেস মেনটেইন করে খেলার জন্য আহ্বান করা হলো। তাতে যেমন সমাজ অশ্লীলতা থেকে রক্ষা পাবে, তেমনই ক্রিকেটপ্রেমিদের মনে আরও বেশি ক্রিকেটের প্রতি ভালোবাসা বাড়বে।

‘১-৩ নম্ব ডিরেক্টররা/মেন্টররা (প্রবীন রহমান চৌধুরী, গিয়াস উদ্দিন সেলিম ও তানিম রহমান অংশু) এই খেলা পরিচালনা করছেন, তাই আপনাদের সুপরামর্শে অশ্লীল ড্রেসকোড পরা অভিনেত্রীদের শালীনতায় ফিরিয়ে আনবেন এবং ক্রিকেট খেলার নামে যে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে, তা থেকে ক্রিটেককে মুক্ত রাখবেন এবং অভিনেত্রী-মডেলরা ক্রিকেট খেলার নামে অশ্লীল ড্রেস কোড না পরে সুন্দর শালিন ড্রেস কোডের মাধ্যমে খেলার অংশগ্রহণের ও প্রস্তুতি গ্রহণ করার জন্য আহ্বান করা হলো।

এই নোটিশপ্রাপ্তির পর মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, মারুফা আক্তার জামান, শাম্মি ইসলাম নিলা এবং আলিশাকে আগামী ১৫ দিনের মধ্যে অশ্লীল ড্রেস পরে ও অঙ্গভঙ্গি করে কেন ক্রিকেট খেলার মধ্যে অশ্লীলতা ছড়িয়েছেন— তার জন্য জবাব দাখিল করতে বলা হয়েছে। অন্যথায়, এই সেলিব্রেটি ক্রিকেট লিগ ২০২৫ এ ক্রিকেট খেলা নিয়ে সমাজে অশ্লীলতা ছড়ানোর দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
নোভারটিসের শেয়ার হস্তান্তর: কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে আদালত অবমাননার নোটিশ
নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
ইশরাককে মেয়র হিসেবে আজই শপথ পড়াতে সরকারকে আইনি নোটিশ
সর্বশেষ খবর
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
সিরিয়ার এইচটিএস গোষ্ঠীর সন্ত্রাসী তকমা প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র
সিরিয়ার এইচটিএস গোষ্ঠীর সন্ত্রাসী তকমা প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থায় পুনর্নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতা ঘোষণা
আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থায় পুনর্নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতা ঘোষণা
জেলা পরিষদ চেয়ারম্যানকে দাফতরিক কাজ থেকে বিরত থাকার নির্দেশ
জেলা পরিষদ চেয়ারম্যানকে দাফতরিক কাজ থেকে বিরত থাকার নির্দেশ
সর্বাধিক পঠিত
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ
আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের