পাহাড় ধসে মৃত্যুর ঘটনায় সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে বিচ্ছিন্ন করে দেওয়া বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের আবেদন করতে গিয়ে আট জন আটক হয়েছেন। রবিবার দুপুরে জেলা প্রশাসক জিল্লুর রহমানের কার্যালয়ে তারা বিদ্যুৎ সংযোগের জন্য লিখিত আবেদন নিয়ে যায়। এসময় জেলা প্রশাসকের নির্দেশে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসনের স্টাফ অফিসার তৌহিদুল ইসলাম।
আটক আট ব্যক্তি হলেন, আবু তাহের, আমজাদ হোসেন, বশির উল্লাহ, সৌলেল বাড়ই, মোক্তার আহমেদ, ছাদেকুর রহমান, জামাল হোসেন ও যদু মোহন দাশ। বর্তমানে তারা সবাই জেলা প্রশাসক কার্যালয়ে পুলিশ হেফাজতে রয়েছে।
তৌহিদুল ইসলাম বলেন, ‘আটক এই আট ব্যক্তি ছিন্নমূল বস্তিবাসী সংগ্রাম পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদকের পক্ষে জঙ্গল সলিমপুরে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের আবেদন নিয়ে এসেছিল। তাদের এই দাবি প্রমাণ করে তারা ওই এলাকায় অবৈধভাবে বসবাস করছে। সরকারি ভূমিতে অবৈধ বসবাস ও পাহাড় কেটে পরিবেশ নষ্ট করার দায়ে তাদের আটক করা হয়েছে। আইনি পক্রিয়া অবলম্বন করে তাদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হবে।’
উল্লেখ্য এর আগে গত ২১ জুলাই ভোর রাতে জঙ্গল সলিমপুর এলাকার তিন নম্বর সমাজে পাহাড় ধসে দুই শিশুসহ একই পরিবারের পাঁচ জন মারা যান। ওই দিন জেলা প্রশাসক ঘটনা পরিদর্শনে জঙ্গল সলিমপুরে যান।
তখন তিনি সাংবাদিকদের জানান, এখানে বসবাসকারীরা অবৈধভাবে সরকারি জায়গায় বসতি স্থাপন করেছে। তাদের এই এলাকা ছেড়ে যেতে হবে।
এসময় জেলা প্রশাসক বলেন, ‘এই এলাকার বাসিন্দারা বিদ্যুৎ সংযোগ পাওয়ার কথা ছিল না। কিন্তু এখানে বিদ্যুৎ এসেছে। জঙ্গল সলিমপুরে বসবাসকারীদের এখান থেকে চলে যেতে হবে। বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগসহ ইউটিলিটি সার্ভিস বন্ধ করে দিলে ওরা আপনা-আপনি চলে যাবে।’
পরে তার নির্দেশে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
/জেবি/
আরও পড়তে পারেন: আপাতত ক্লাসে ফিরছেন রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১১ শিক্ষক