X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

‘আমাদের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকলে হ্যান্ডকাফ, আর খালেদা জিয়া চলে যান বিদেশ’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৭, ১৫:৫৫আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ১৫:৫৬

ব্রাহ্মবাড়িয়ায় আইনমন্ত্রী (ছবি: প্রতিনিধি) আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘খালেদা জিয়া বলেন, উনি ন্যায়বিচার পান না। ওনার বিরুদ্ধে মামলা করেছে ওনার নিয়োগ দেওয়া সেনাপ্রধান মঈন উদ্দিন আহমেদ। সেই মামলার বিচার কাজ শুরু হয়েছে ২০১১ সালে। ওনার মামলার একেক ধাপে ধাপে উনি হাইকোর্ট হেরেছেন, আপিল বিভাগে হেরেছেন। এভাবে তিনি সাত বছর পার করেছেন। আমাদের সাধারণ মানুষের বিরুদ্ধে কোর্টের ওয়ারেন্ট থাকলে যদি হাজির না হই তাহলে দড়ি, হ্যান্ডকাফ পরিয়ে আদালতে হাজির করা হয়। অথচ উনি বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিদেশ চলে যান, এখানে সেখানে চলে যান।’

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া দক্ষিণ ইউনিয়নের কালিনগর গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আগামীতে আমরা যে নির্বাচন দেবো সেটা হবে সুষ্ঠু ও সংবিধান অনুযায়ী নির্বাচন। নির্বাচন কমিশন তা করবে। ওই সময় সংবিধান অনুযায়ী যে সরকার থাকার কথা সেই সরকারই দেশ চালাবে।’ 

মন্ত্রী বলেন, ‘বাংলার মানুষ ধারবাহিক গণতন্ত্র চায়। আমরা কেউ চাই না গণতন্ত্র বিনষ্ট হোক। কেউ যদি আগামীতে  নির্বাচন করার নামে সন্ত্রাস করে, যেমনটা তারা গত নির্বাচনে করেছিল, আপনাদের কাছে আমার অনুরোধ রইল তাদের দাঁত ভাঙা জবাব দেবেন।’

অনুষ্ঠানে স্থানীয় গ্রামবাসীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী তার বক্তব্যের শুরুতে আগামী জাতীয় একাদশ সংসদ নির্বাচনে নিজ নির্বাচনি এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা-আখাউড়া আসন থেকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ