X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বাদ আসর লালদিঘি মাঠে মহিউদ্দিন চৌধুরীর জানাজা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ ডিসেম্বর ২০১৭, ০৯:২৯আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ০৯:৩৯

শোকাহত জনতার ঢল সামলে পিতার জানাজার প্রস্তুতি নিচ্ছেন পুত্র নওফেল

চট্টগ্রামের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর নামাজে জানাজা আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) বাদ আসর নগরীর লালদিঘি মাঠে অনুষ্ঠিত হবে। এরপর চশমা হিলের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে তাকে। তবে এর আগে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য জুমার নামাজের পর তার মরদেহ মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে নেওয়া হবে। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেল বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

নওফেল বলেন, ‘আমরা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, উত্তর জেলা ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সঙ্গে কথা বলেছি। উনাদের সঙ্গে কথা বলে আমরা আসরের নামাজের পর লালদিঘি মাঠে জানাজার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে আমাদের পরিবারের সদস্যদের মধ্যেও কথা হয়েছে। আমার মা, ভাইসহ সবার সঙ্গে আলোচনা করেছি। যেহেতু তিনি (মহিউদ্দিন চৌধুরী) একজন রাজনৈতিক নেতা ছিলেন এবং অধিকাংশ রাজনৈতিক কর্মকাণ্ড লালদিঘি মাঠে করেছেন, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি উনার জানাজা সেখানেই অনুষ্ঠিত হবে। বাদ আসর সেখানে জানাজা হবে। জানাজা শেষে আমাদের চশমা হিলের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে। সেখানে আমাদের মুরব্বিগণ, এমনকি আমার বোনকেও সমাহিত করা হয়েছে।’

প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরীর বাড়ির সামনে শোকাহত জনতার ঢল

লালদিঘি ছাড়া আর কোথাও জানাজা অনুষ্ঠিত হবে কিনা জানতে চাইলে নওফেল বলেন, ‘এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত হলো একটাই জানাজা হবে। লালদিঘি মাঠে যদি স্থান সংকুলান না হয় তখন অন্য কোথাও জানাজা করা হবে কিনা সে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে মাঠে জায়গা না হলে সড়কে দাঁড়িয়েও লোকজন জানাজায় অংশ নিতে পারবেন। এ ব্যাপারে আমার সঙ্গে সিএমপি কমিশনারের কথা হয়েছে। তিনি এ ব্যাপারে সহযোগিতা করবেন।’

নওফেল আরও বলেন, ‘জুমার নামাজ পর্যন্ত উনার (মহিউদ্দিন চৌধুরী) মরদেহ বাসায় থাকবে। এরপর মরদেহ নগরীর নিউমার্কেট এলাকার দারুল ফজল মার্কেটে মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে রাখা হবে। সেখানে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তার মরদেহ জানাজার জন্য লালদিঘি মাঠে নিয়ে যাওয়া হবে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহিউদ্দিন চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। 

এ সংক্রান্ত খবর:



এবিএম মহিউদ্দিন চৌধুরী আর নেই

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করলেন সৌদিপ্রবাসী প্রেমিকা
ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করলেন সৌদিপ্রবাসী প্রেমিকা
নৌকার টিকিট পেলেন নায়েব আলী
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচননৌকার টিকিট পেলেন নায়েব আলী
‘কাপ্তাই লেকের হারানো যৌবন ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে’
‘কাপ্তাই লেকের হারানো যৌবন ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে’
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ