X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

জাবেদ পাটোয়ারী আইজিপি হওয়ায় আনন্দে ভাসছে চাঁদপুর

ইব্রাহিম রনি, চাঁদপুর
২৫ জানুয়ারি ২০১৮, ২১:০৩আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ০৮:৩৮

নতুন আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী (ফাইল ছবি)

ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে পুলিশের নতুন মহা-পরিদর্শক (আইজিপি) করায় আনন্দে ভাসছেন চাঁদপুরবাসী। জেলা সদরের পাড়া-মহল্লার চায়ের দোকানে জাবেদ পাটোয়ারীকে নিয়ে নানান ইতিবাচক আলোচনা চলছে। পাশাপাশি এ নিয়ে মাতামাতি রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন-নিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অ্যাডিশনাল আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আগামী ৩১ জানুয়ারি থেকে আইজিপি হিসেবে কাজ শুরু করবেন।

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাবেদ পাটোয়ারীর আইজিপি হিসেবে পদোন্নতি পাচ্ছেন –এমন তথ্য ছড়ায়। এরপর থেকেই জাবেদ পাটোয়ারী হাজারো মানুষের অভিনন্দন বার্তায় ভাসছেন। কেবল জাবেদ পাটোয়ারী নন; তাকে নতুন আইজিপি করায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে মান্দারী গ্রামে জন্মগ্রহণ করেন জাবেদ পাটোয়ারী। তার বাবা আব্দুল হালিম পাটওয়ারী স্বাধীনতার আগে বিমানবাহিনীতে চাকরি করতেন। এ সুবাদে করাচিতে প্রাথমিকের পাঠ শেষ করেন জাবেদ পাটোয়ারী। এরপর তারা বাংলাদেশে ফিরলে জাবেদ পাটোয়ারী সদর উপজেলার বাবুরহাট উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। এখান থেকে এসএসসি পাস করে চাঁদপুর সরকারি কলেজে ভর্তি হন তিনি। উচ্চ মাধ্যমিক পাসের পর তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানে।

খোঁজ নিয়ে জানা গেছে, বড় ও ছোট ভাই মারা যাওয়ার পর জাবেদ পাটওয়ারীর এখন আরও এক ভাই ও এক বোন আছেন। ১৯৮৬ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস পরীক্ষা দিয়ে পুলিশ ক্যাডার পান জাবেদ পাটওয়ারী। সহকারী পুলিশ সুপার হিসেবে তিনি পুলিশে যোগ দেন। এরপর নিজ কর্মদক্ষতায় পদোন্নতি পেয়ে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অ্যাডিশনাল আইজিপি হন। শেষমেশ বৃহস্পতিবার আইজিপি হিসেবে পদোন্নতি লাভ করেন।

জাবেদ পাটওয়ারী আইজিপি হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেন তার শিক্ষক ও জেলা আওয়ামী লীগের বর্তমান সহ-সভাপতি শহীদুল্লাহ মাস্টার। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছাত্রজীবনে জাবেদ পাটওয়ারী লেখাপড়া ছাড়া আর কিছুই বুঝতো না। এত দিন ধরে পুলিশে কাজ করছে, কিন্তু তার নামে কোনও দুর্নাম নেই।’ তিনি আরও বলেন, ‘জাবেদ পাটওয়ারী একদিন দেশের সেরা আইজি হবেন।’

মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন বলেন, ‘জাবেদ পাটওয়ারী খুবই সৎ মানুষ। তিনি স্বাধীনতার স্বপক্ষের লোক। শুধু তিনি নন; তার পরিবারের সবাই ভালো মানুষ। তার বাবা আব্দুল হালিম পাটোয়ারী বঙ্গবন্ধুর আদর্শের মানুষ ছিলেন।’

শাহমাহমুদপুর এলাকার মিজান পাটওয়ারী বলেন, ‘জাবেদ পাটওয়ারী এলাকার কৃতি-সন্তান। আমরা সবাই তার জন্য গর্ববোধ করি। তিনি আইজিপি হওয়ায় এলাকার সবাই খুবই খুশি।’

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একজন সদালাপী ও সৎ মানুষ হিসেবে জাবেদ পাটওয়ারী চাঁদপুরে সুপরিচিত। তিনি দেশের সব মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবেন। তার মাঝে লোভ-লালসা, জেদ –এসব কখনোই চোখে পড়েনি।’ আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে জাবেদ পাটওয়ারী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন ইকবাল হোসেন।

জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চাঁদপুরের গর্ব জাবেদ পাটওয়ারীকে আইজিপি হিসেবে নিযুক্ত করায় জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন।’

জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী ফেসবুকে লিখেছেন, ‘অভিনন্দন নতুন আইজিপিকে। চাঁদপুরের কৃতি-সন্তানকে বাংলাদেশ পুলিশের প্রধান হিসেবে মনোনীত করায় জননেত্রী শেখ হাসিনাকে চাঁদপুরবাসীর পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা।’

জাফর ইকবাল মুন্না নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘চাঁদপুরের কৃতি-সন্তান ড. মো. জাবেদ পাটওয়ারীকে পুলিশের মহা-পরিদর্শক করায় প্রিয় নেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন।’

মহসিন খান নামের এক আইনজীবী তার ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘চাঁদপুরের কৃতি-সন্তান সৎ, মেধাবী ও চৌকস পুলিশ কর্মকর্তা জাভেদ পাটওয়ারী নতুন আইজিপি হিসাবে নিয়োগ পাওয়ায় প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।’

জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু বলেন, ‘চাঁদপুরের কৃতি-সন্তান আইজিপি হওয়ায় আমরা খুবই আনন্দিত।’

আরও পড়ুন-

নতুন আইজিপি জাবেদ পাটোয়ারী

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!