X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

চাঁদপুর প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৪২আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৪৬

মাসুদ রানা হত্যা মামলার দুই আসামি চাঁদপুরের মতলব উত্তরে প্রায় ১০ বছর আগে মাসুদ রানা নামের এক যুবককে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশীদ এ রায় দেন। অতিরিক্ত সরকারি কৌঁসুলি সায়েদুল ইসলাম এই খবর নিশ্চিত করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- পশ্চিম লুধুয়া বেপারী বাড়ির আবদুল বারেক বেপারীর ছেলে মো. ফারুক ওরফে নবী (২৫), একই এলাকার মৃত মোখলেছুর রহমান মুন্সির ছেলে মোহাম্মদ আলী মুন্সি (২৮), মৃত নোয়াব আলীর ছেলে মো. আবদুল খালেক মোল্লা (৩২), দক্ষিণ লুধুয়া গ্রামের  মো. আবদুর রহিম বেপারীর ছেলে ইয়ামিন বেপারী (২৪) ও একই এলাকার আবুল কাশেম মাঝির ছেলে মো. সেলিম মাঝি (২২)। রায় ঘোষণার সময় আসামি মো. ফারুক ওরফে নবী এবং মো. আলী মুন্সী উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন।

রায়ে মামলার অন্য তিন আসামি- কামাল হাওলাদার, মো. কেরামত আলী মোল্লা ও মো. চেরাগ আলী মোল্লাকে বেকসুর খালাস দেওয়া হয়।

মামলার এজাহারে জানা যায়, ২০০৮ সালের ৫ অক্টোবর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামে ঈদের আগের রাতে মাসুদ রানাকে বাড়ি থেকে ডেকে নেয় আসামিরা। পুরনো বিরোধের জের ধরে মাসুদ রানাকে শ্বাসরোধে হত্যা করে লাশ কচুরিপানার নিচে চাপা দিয়ে রাখা হয়। ১০ দিন পর ১৫ অক্টোবর সেখান থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়।

এই ঘটনায় মাসুদ রানার বাবা মো. রবিউল দর্জি বাদী হয়ে ১৫ অক্টোবর মতলব উত্তর থানায় পাঁচ জনের নাম উল্লেখসহ তিন জনকে অজ্ঞাত আসামি করে মোট আট জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ২০০৯ সালের ৩০ মে এসআই আকরাম হোসেন মজুমদার ও আ. ওহাব আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সাক্ষ্য-প্রমাণ শেষে পাঁচ জনকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

মামলার বাদী রবিউল দর্জি রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘আট আসামিই পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করেছে। অথচ তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আমি বিষয়টি নিয়ে উচ্চ আদালতে আপিল করবো।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার