X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

চবিতে শিক্ষক সমিতির নির্বাচনে হলুদ দলের বিজয়

চবি প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৮, ০৫:৫৮আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ০৫:৫৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক সমিতি কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ দল জয় লাভ করেছে। এর ফলে টানা ষষ্ঠ বারের মত বিজয় অর্জন করলো হলুদ দল। এতে সভাপতি নির্বাচিত হন অধ্যাপক ড. আহমদ সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. অলক পাল।

বুধবার সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষনা করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এম.এ গফুর। এ সময় তিনি বলেন, “অত্যন্ত শান্তি পূর্ণ পরিবেশে শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে হলুদ দলের পূর্ণ প্যানেল জয়লাভ করেছে। সমাজ বিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৮৫২ জন এবং ভোট প্রদান করেছে ৬৭২জন ভোটার। এর আগে ১৮ ও ২৩ এপ্রিল সমিতির কার্যালয়ে আগ্রিম ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।”

শিক্ষক সমিতির নির্বাচন কমিশন সুত্রে জানা যায়, এবারের নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ দল ও জামায়াত-বিএনপি পন্থী শিক্ষদের দুইটি প্যানেল অংশ গ্রহণ কর। এর মধ্যে বিএনপিপন্থী শিক্ষকদের প্যানেল ‘জাতীয়তাবাদী ফোরাম’ ও জামায়াতপন্থী শিক্ষদের প্যানেল ‘সাদা দল’ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে। ১১টি পদের বিপরীতে তিনটি প্যানেলে মোট ৩৩ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করে।

এদের মধ্যে সভাপতি পদে আওয়ামী পন্থী শিক্ষদের সংগঠন হলুদ দলের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আহমদ সালাউদ্দিন ৩৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘জাতীয়তাবাদী ফোরাম’ এর সদস্য এবং বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের অ্যধাপক ড. মোহাম্মদ আল আমীন পেয়েছেন ১৪৩ ভোট। এছাড়া জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. শওকতুল মেহের পেয়েছেন ১৩১ ভোট। 

সাধারণ সম্পাদক পদে হলুদ দলের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. অলক পাল ৩০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক এস এম নছরুল কদির ২১৪ ভোট এবং সাদা দলের মেরিন সায়েন্স এন্ড ফিশারিজ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন ১০৬ ভোট পেয়েছেন।

এছাড়া, সহ-সভাপতি পদে হলুদ দলের মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. রাশেদ উন নবী ৩৭৩ ভোট, কোষাধ্যক্ষ পদে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ তারিকুল হাসান চৌধুরী ৩৫২ ভোট, যুগ্ম সাধরণ সম্পাদক পদে আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মঞ্জরুল আলম ৩৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তাছাড়া ছয়টি সদস্য পদে ড. মো. খাইরুল ইসলাম, ড. লাইলা খালেদা, অধ্যাপক ড. মো. গোলাম কবির, মো. আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন, অধ্যাপক ড. মো. শফিউল আযম নির্বাচিত হয়েছেন।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ