X
বুধবার, ১৫ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

১০ ট্রাক অস্ত্র আটককারী ইন্সপেক্টর হেলাল সড়ক দুর্ঘটনায় নিহত

ফেনী প্রতিনিধি
১৮ জুন ২০১৮, ১৯:০৩আপডেট : ১৯ জুন ২০১৮, ০১:২৭





নিহত ইন্সপেক্টর হেলাল উদ্দিন ভূঁইয়া

২০০৪ সালে আলোচিত ১০ ট্রাক অস্ত্র আটককারী চট্টগ্রাম বন্দর থানার তৎকালীন সার্জেন্ট এবং বর্তমানে ইন্সপেক্টর হেলাল উদ্দিন ভূঁইয়া ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রবিবার (১৭ জুন) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি রাশেদ খান চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিবার দুপুর ২টার দিকে গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা থেকে চট্টগ্রামে কর্মস্থলে যাওয়ার সময় ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নাসির মেমোরিয়াল কলেজ এলাকায় হেলাল উদ্দিন ভূঁইয়ার প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে আরও একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। সেখানে থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। তাকে ফেনী সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। সে অনুযায়ী ঢাকায় আনার পথে তার মৃত্যু হয়।'
মহিপাল হাইওয়ে থানার ওসি আব্দুল আওয়াল বলেন, ‘দুর্ঘটনায় নিহত হেলাল উদ্দিনের প্রাইভেটকারটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ফেনীর ভারপ্রাপ্ত পুলিশ সুপার ঐক্য সিং বাংলা ট্রিবিউনকে বলেন,নিহত হেলাল উদ্দিনের লাশ ঢাকা মেডিক্যাল থেকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ।
প্রসঙ্গত, ২০০৪ সালে ১ এপ্রিল চট্টগ্রাম বন্দরে তৎকালীন সার্জেন্ট হেলাল ও সার্জেন্ট আলাউদ্দিন সাহসিকতার সঙ্গে দশ ট্রাক অস্ত্রের চালান আটক করেন। এই অস্ত্র আটকের ঘটনায় সেই সময় ক্ষমতাসীন সরকারের রোষানলে পড়েছিলেন পুলিশের এই দুই সার্জেন্ট। তাদেরকে উল্টো অস্ত্র মামলায় আসামি করে পাঠানো হয় জেলে। ২৮ মাস কারাবাস শেষে মুক্তি মেলে তাদের । পরে ২০১১ সালের ৮ আগস্ট তারা ফিরে পেয়েছিলেন হারানো চাকরি।

/এসএসএ/টিএন/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমাকে হরণ করে গেরুয়া উৎসার
আমাকে হরণ করে গেরুয়া উৎসার
মিশা-ডিপজলের কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে নিপুণের রিট
মিশা-ডিপজলের কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে নিপুণের রিট
শিরোপার সুবাস পেতে শুরু করলেও গার্দিওলা বললেন, ‘কাজটা কঠিন হতে যাচ্ছে’
শিরোপার সুবাস পেতে শুরু করলেও গার্দিওলা বললেন, ‘কাজটা কঠিন হতে যাচ্ছে’
অযত্নে নষ্ট হচ্ছে রাজধানীর ফুটওভার ব্রিজগুলো
অযত্নে নষ্ট হচ্ছে রাজধানীর ফুটওভার ব্রিজগুলো
সর্বাধিক পঠিত
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
পেঁয়াজ আমদানি শুরু
পেঁয়াজ আমদানি শুরু
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা
বিএনপির আকস্মিক জেগে ওঠার উদ্দেশ্য খুঁজছে যুগপৎসঙ্গীরা
যুগপৎ ধারায় আসবে নতুন কর্মসূচিবিএনপির আকস্মিক জেগে ওঠার উদ্দেশ্য খুঁজছে যুগপৎসঙ্গীরা