X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় পুকুর ভরাট করে রেলওয়ের সম্পত্তি দখলের অভিযোগ

মাসুদ আলম, কুমিল্লা
২০ জুন ২০১৯, ১৫:১২আপডেট : ২০ জুন ২০১৯, ১৫:১২

কুমিল্লায় রেলওয়ের পুকুর ভরাট করে ঘর নির্মাণ করা হচ্ছে

কুমিল্লায় রেলওয়ের সম্পত্তি দখল করে বাড়ি নির্মাণসহ ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের অভিযোগ পাওয়া গেছে। দখলদাররা কুমিল্লার ময়নামতি রেল ক্রসিংয়ের কাছে দৌয়ারা মৌজায় রেলের একটি পুকুর ভরাট করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করছে বলে কুমিল্লা রেলওয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান।

বাংলাদেশ রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী/পূর্ত রাম নারায়ণ ধর বলেন,‘জাবেদ নামে এক ব্যক্তি ময়নামতি রেল ক্রসিং সংলগ্ন দৌয়ারা মৌজার জেএল নং-১০৩, সিট নং-১ এবং ৪৬৫ ও ৪৬৬ দাগের সম্পত্তি  দখল করেছেন। জাবেদ বর্তমানে রেলের পুকুর ভরাট করে ঘর নির্মাণ করছেন। যা অবৈধ ও নিয়ম বহিরর্ভূত। এ দাগের সব শতভাগ রেলওয়ের সম্পত্তি।’

তিনি আরও জানান, কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ি ও কুমিল্লা সদর দক্ষিণ থানায় অবৈধ দখলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য এজাহার দেওয়া হয়েছে। এ অবৈধ দখল সম্পর্কে বিভাগীয় রেলওয়ে ম্যানেজারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইডব্লিউ/কুমিল্লা কানুনগোকে জানানো হয়েছে। এছাড়াও ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী/পূর্ত বিভাগ জিআরপি পুলিশ সদস্যদের নিয়ে ঘর নির্মাণের কাজ বন্ধ করাসহ তাদের উচ্ছেদের জন্য একাধিকবার চেষ্টা করেছি। কিন্তু প্রত্যেকবারই জাবেদ মিয়া ও তার ভাই আজাদ মিয়া ভাড়াটে লোক নিয়ে উচ্ছেদ অভিযানে বাধা দিয়েছেন।

এ ব্যাপারে অভিযুক্ত জাবেদ মিয়া বলেন,‘আমার দখলকৃত সম্পত্তির বিএস খতিয়ান রয়েছে। তবে সিএস ও আরএস এর কোনও কাগজপত্র নেই। আমার বাবা রেল কর্তৃপক্ষকে সম্পত্তির সঠিক মূল্য দিয়ে বিএস খতিয়ান নিয়েছেন। এছাড়াও এই সম্পত্তি দীর্ঘদিন ধরে আমাদের দখলে আছে।’

কুমিল্লার লাকসাম কানুনগো কাউছার হামিদ বলেন, ‘রেলওয়ের ওই সম্পত্তি অবৈধ দখলের বিরুদ্ধে আমিও একটি মামলা করেছি। শুনেছি রেল কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযানে যাওয়ার পর তাদের বাধা দেওয়া হয়েছে। রাজনৈতিক শক্তির কারণে অবৈধ দখলদাররা এখনও টিকে আছে।’

  

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ