X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

জাতীয়কর‌ণ করার পর ২৭ মাস ধরে বেতন বন্ধ

‌নজরুল ইসলাম (টিটু), বান্দরবান
২৯ নভেম্বর ২০১৯, ১৫:৫২আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ১৬:১০


রুমা সাঙ্গু কলেজ বান্দরবা‌নের দুর্গম উপ‌জেলা রুমায় একসময় কলেজ ছিল না। এখানকার শিক্ষার্থীরা বান্দরবান, কক্সবাজার বা অন্য কোনও জেলোয়  গি‌য়ে লেখাপড়া কর‌তো। তা‌দের কষ্ট দূর করতে ২০১৪ সালে রুমা সাঙ্গু কলেজ প্রতিষ্ঠা করা হয়। ২০১৭ সা‌লে কলেজটি জাতীয়করণ করা হয়। এরপর থেকে এখন পর্যন্ত কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা বন্ধ রয়েছে বলে জানা গেছে।
ক‌লেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৪ সা‌লে ক‌লেজটি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে কলেজ ক‌মি‌টি শিক্ষক‌ ও কর্মচারী‌দের বেতন ভাতা দিত। ২০১৭ সা‌লের ৮ আগস্ট কলেজটি জাতীয়করণ করার পর থেকে কমিটি বেতন ভাতা বন্ধ ক‌রে দেয়। সরকারিভাবেও তাদের বেতন দেওয়া শুরু হয়নি। ফ‌লে গত ২৭ মাস ধরে মান‌বেতর জীবনযাপন করছেন ক‌লে‌জের শিক্ষক ও কর্মচারীরা।
‌শিক্ষক ও কর্মচারীরা জানান, জাতীয়করণ ঘোষণার পর থে‌কে কলেজ  ক‌মি‌টি যে বেতন দিত তাও বন্ধ করে দিয়েছে। ২৭ মাস ধরে তারা সরকা‌রের কাছ থে‌কে কোনও বেতন ভাতা পা‌চ্ছেন না। ফলে  প‌রিবার নি‌য়ে তারা মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
বর্তমানে রুমা সাঙ্গু সরকারি ক‌লে‌জে ১১ জন শিক্ষক ও তিনজন কর্মচারী আছেন।

রুমা সাঙ্গু কলেজ
কলেজের  অর্থনী‌তি বিভা‌গের প্রভাষক হারুনুর র‌শিদ ব‌লেন, ‘কলেজটি অল্প সম‌য়ের ম‌ধ্যে জাতীয়করণ করায় আমরা সরকারের  কাছে কৃতজ্ঞ। কিন্তু জাতীয়কর‌ণের ২৭ মাস পরও আমরা এর সু‌বিধা ভোগ করতে  পা‌রছি না। ‌এখ‌নও পর্যন্ত সরকারি বেতন ভাতা না পাওয়ায় আমা‌দের  প‌রিবার নিয়ে চলতে  হিম‌শিম খে‌তে হচ্ছে।  আমরা চাই সরকার আমাদের  শিগগিরই যেন বেতন ভাতা দেয়।’
ক‌লে‌জের অধ্যক্ষ ও ইং‌রে‌জি শিক্ষক সুইপ্রুচিং মারমা ব‌লেন, ‘কলেজ প্র‌তিষ্ঠা হওয়ার পর থে‌কে আমরা এখা‌নে শিক্ষকতা করছি।  দুর্গম এলাকায় হওয়ার পরও ক‌লেজের প্র‌তি সরকার নজরে আসায় অল্প সম‌য়ের ম‌ধ্যে এ‌টি‌কে জাতীয়করণ ক‌রায় প্রধানমন্ত্রী‌ ও পার্বত্য চট্টগ্রামে মন্ত্রীর প্র‌তি আমরা কৃতজ্ঞ। প্রথমে কলেজের ম্যানেজিং ক‌মি‌টি আমা‌দের বেতন দিত। জাতীয়করণের ঘোষণার পরপরই তা বন্ধ করে  দি‌য়ে‌ছে ক‌মি‌টি। তাদের ভাষ্যমতে,  সরকারি যখন হয়ে গেছে তাহলে  আমরা কেন আর বেতন দেবো। ফলে গত ২৭ মাস ধরে আমরা বেতন ভাতা কিছুই পা‌চ্ছি না। পরিবার পরিজন নিয়ে আমরা খুবই মান‌বেতর জীবনযাপন কর‌ছি। তারপরও আমরা নিয়‌মিত কলেজের লেখাপড়া চালিয়ে যা‌চ্ছি।’
এ বিষয়ে রুমা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা শামসুল আলম ব‌লেন, ‘বেতন না পাওয়ার বিষ‌য়ে আমা‌দের কিছু করার নেই। শিক্ষা ও জনপ্রশাসন মন্ত্রণালয় থে‌কে ছাড়পত্র পাওয়ার পর শিক্ষকরা বেতন ভাতা পা‌বে। ক‌লেজ‌টি জাতীয়করণ হ‌য়ে‌ছে, কিন্তু শিক্ষক‌দের আত্তীকরণ হয়‌নি। আত্তীকরণ সম্পন্ন হওয়ার পর ক‌লেজ‌টি যে‌দিন থেকে আত্তীকরণ হ‌য়ে‌ছে সে‌দিন থে‌কে যাবতীয় বেতন ভাতা পা‌বে, এটাই নী‌তিমালায় বলা হ‌য়ে‌ছে। সরকার থে‌কে এটি যত‌দিন সম্পন্ন না হবে তত‌দিন কা‌রোর কিছু করার নেই।’

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফার্নিচার কারখানায় ৬০০ বস্তা চিনি মজুত
ফার্নিচার কারখানায় ৬০০ বস্তা চিনি মজুত
নির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
পরাজয় ঢাকতে অভিযোগ তুলছে বিএনপিনির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
কুড়িগ্রামে বিএনপির ৩ নেতাকে দল থেকে বহিষ্কার
কুড়িগ্রামে বিএনপির ৩ নেতাকে দল থেকে বহিষ্কার
বাগদাদে ইরাকি টিকটক তারকাকে গুলি করে হত্যা
বাগদাদে ইরাকি টিকটক তারকাকে গুলি করে হত্যা
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা